মানুষ সৃষ্টির সেরা জীব। তাই বলে মানুষের ভুল হবে না তা হয় না। আজকে মেয়েদের ২৫টি সাধারণ ভুল নিয়ে আলোচনা করবো যা সব মেয়েরাই প্রায়ই এসব ভুল করে থাকে।
মেয়েদের ২৫টি সাধারণ ভুল
১.প্যান্ট
অনেক সময় প্যান্টের নিচে পায়ের চাপে ছিড়ে যায়। কিন্তু একটু বুদ্ধি করে প্যান্টের সাথে অন্য আরেকটা কাপড় লাগিয়ে দিলেই অনেক সুন্দর লাগবে।২.অলংকার
মেয়েরা ভাবে যে বেশি অলংকার পরলে বেশি ভাল লাগে। কিন্তু না। কম অলংকার পরলেই আসলে বেশি ভাল লাগে।৩.টাইট ম্যাচিং পায়জামা
টাইট ম্যাচিং পায়জামা পরতে চাইলে অবশ্যই আপনাকে আপনার স্কিন এর কালার এর সাথে মিল রেখে পরতে হবে।৪.ব্যাগ
ভ্যানিটি ব্যাগ প্রায় সব মেয়েই রাখে। কিন্তু ব্যাগে বিভিন্ন ধরণের ব্রান্ডের লগো থাকে যা দেখতে কখনোই ভাল লাগে না। তার চাইতে সাধারণ ভাবে ফুল অথবা অন্য কিছুর ডিজাইনটাই ভাল লাগবে৫.জুতা
ড্রেস যে কালার হবে জুতা ঐ কালার হলেই ভাল হয়। ড্রেস যদি সাদা হয় জুতাও সাদা হলে ভাল লাগবে।৬.ব্রা
ব্রা এর ফিতা কখনোই দেখানো উচিত না। ফিতা ভিতরে বা কাপড় উপড়ে তুলে ব্রা এর ফিতা ঢাকা উচিত।৭.স্কিন টন ব্রা
সব সময় স্কিন টন ব্রা ব্যবহার করতে হবে।৮.কাপড় ডিজাইন
কাপড় কোন সময় মিক্সড কালার পরা যাবে না। সব সময় সেম কালার কাপড় পরলে ভাল লাগবে।৯.কাপড়
এমন কাপড় পরতে হবে যাতে পেট দেখা না যায়।১০.টাইট প্যান্ট
টাইট প্যান্ট অনেকেরি সমস্যা হয়। প্যান্টের দুই সাইটে কেটে ইলাস্টিক জাতীয় কাপড় আটকিয়ে দিলে এই সমস্যার সমাধান করা সম্ভব।১১.প্যান্টের বোতাম
প্যান্টের বোতামের ভেতর দিয়ে একটা সেফটি পিন লাগিয়ে দিলে আর বোতাম খুলার ভয় থাকে না।১২.প্যান্টের কোমড়
প্যান্টের কোমড় ঢিল হয়ে গেলে পকেটের দুই সাইটে সেলাই দিয়ে দিলে প্যান্ট টাইট হয়ে যাবে।১৩.প্যান্টের চেইন
প্যান্টের চেইন ঢিল হয়ে গেলে চিন্তা নেই। ব্রা থেকে ক্লিব খুলে নিয়ে বোতামের নিচে লাগিলে চেইনের হাতল আটকিয়ে দিতে পারেন।১৪.প্যান্টের পা
প্যান্টের পা গোছালে নেমে যেতেই পারে। এক্ষেত্রে, প্যান্টে এক প্যাচ দিয়ে একটি রাবার তার উপর লাগিয়ে প্যান্ট নামিয়ে দিলে আর নিচে নামবে না।১৫.প্যান্টের সুতা
প্যান্টের সুতা উঠে যেতে লাগলে তার সাইটে আরাআরি করে দুইটা কাঠি দিয়ে তার চার পাশে সুতা পেচাতে হবে। তারপর একটা পুতি দিয়ে সেলাই করে দিন।১৬.প্যান্টের পেছে ঢিল
এক্ষেত্রে পেছনের বেল্টে ভিতর দিয়ে কাটতে হবে। এরপর ইলাস্টিক জাতীয় ফিতা দিয়ে সুবিধা মতো বেধে নিতে হবে।১৭.পরিধান কাপড়
এমন কাপড় পরবেন না যেটা পরলে আপনার অলংকার দেখা না যায়।১৮.জগিং
জগিং এর সময় অবশ্যই ফুল হাতা কাপড় পরবেন।১৯.আন্ডারওয়ার
এমন আন্ডারওয়ার পরবেন না যাতে উপর দিয়ে বুঝা যায়। এক্ষেত্রে ঢিলা ঢালা আন্ডারওয়ার পরবেন।২০.চোখ এবং ঠোঁট
ব্রাইটনেস ফেস এর চাইতে আপনি আপনার চোখ দুটোকে এবং ঠোঁট বেশি হাইলাইট করার চেষ্টা করবেন।২১.নখ
নখের চারা লম্বা রাখার চেয়ে ছোট রাখাই বেশি ভাল।২২.শার্ট
মেয়েরা শার্ট পরলে দুইটা বোতাম খুলবেন না। এটা খারাপ দেখা। একটা বোতাম খোলা রাখায় ভাল।২৩.কাপড় পরিধান
কাপড় সোল্ডারের নিচে না পরার চেষ্টা করবেন। উপরে পরার চেষ্টা করবেন।২৪.পুরানো জুতা
জুতার ধার দিয়ে ময়লা হয়ে গেলে মার্কার বা কালি দিয়ে পুরাটাই রং করে দিতে পারেন। ভাল লাগবে দেখতে।২৫.পায়ের নিচে প্যান্ট
পায়ের নিচে প্যান্ট আসতেই পারে। এক্ষেত্রে আপনি মাপ অনুযায়ী ভাঁজ করে ভিতর দিয়ে সেলাই করে দিতে পারেন।
Kotha gula akdom thik
আরো তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন
right
কমেন্ট করার জন্য ধন্যবাদ
Very good
ধন্যবাদ
সুন্দর
ধন্যবাদ আপনাকে
😍😍😍😍😍😍😍😍😍