ওবিএস ব্যবহার করে ইমেজ স্লাইডশো তৈরি করুন
এই পোস্টে আপনারা দেখতে পাবেন কি ভাবে ওবিএস ব্যবহার করে ইমেজ স্লাইডশো করা যায়। তাহলে শুরু করা যাক, নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ওবিএস ব্যবহার করে ইমেজ স্লাইডশো তৈরি করুন
১.ওবিএস এ ঢুকে Scenes বক্সে গিয়ে "+" আইকনে ক্লিক করুন। ক্লিক করলে "Add Scenes" বক্স আসবে। বক্সে "Slide Show" লিখতে হবে এবং "OK" বাটনে ক্লিক করতে হবে। এখানে একটি কালো পর্দা আসবে।
২."Source" বক্সে থেকে "+" আইকনে ক্লিক করলে "Image slide show" লেখা আসবে এখানে ক্লিক করে "Ok " করতে হবে।
আরো পড়ুন:উইন্ডোজ এবং ম্যাকে আইফোন স্ক্রিনটি কীভাবে রেকর্ড করবেন
৩.Slide Mood "Automatic/Manual" করতে পারেন। এখানে Manual দেখানো হয়েছে। Transition "Slide" এ রাখতে হবে।
৪.সময় আপনি আপনার মতো সেট করতে পারেন। তবে মনে রাখতে হবে যে এখানে সময় মিলিসেকেন্ডে দেওয়া থাকে। (১সেকেন্ড = ০.০০১সেকেন্ড) সাইটের "+" আইকনে ক্লিক করে আপনি ইমেজ যুক্ত করতে পারবেন।
৫.স্লাইডশো কী যুক্ত করতে "Settings>Hot keys>image slide show" এ যেতে হবে। এখানে পরবর্তি ইমেজ আনতে "Right key" এবং পূর্ববর্তী ইমেজ আনতে "Left key" টাইপ করুন এবং "Ok" বাটনে ক্লিক করুন।
আরো পড়ুন:ফটো থেকে EXIF ডেটা কীভাবে এডিট বা রিমুভ করা যায়
উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি ওবিএস এ ইমেজ স্লাইডশো তৈরি করতে পারবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান।
So nice
অসংখ্য ধন্যবাদ
Valo laglo
thank you
Very good
thanks
Wow greatly done
thanks
😍😍😍😍😍😍😍😍
thanks