ই-পাসপোর্ট আবেদন করার নিয়ম-ই-পাসপোর্ট করার নিয়ম
ই-পাসপোর্ট আবেদনের জন্য পাঁচটি সহজ ধাপ রয়েছে। ই-পাসপোর্ট আবেদনের পাঁচটি ধাপ নিচে বর্ণনা করা হল।
ধাপ-১. বর্তমানে আপনার বসবাসরত এলাকায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কিনা তা দেখে নিন।
বর্তমানে নিম্নলিখিত পাসপোর্ট অফিসগুলিতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু আছে তা নিম্নরূপ:
১। আগারগাওঁ
২। যাত্রাবাড়ি
৩। উত্তরা
৪। ঢাকা ক্যান্টনমেন্ট
৫। বাংলাদেশ সচিবালয়
৬। গাজীপুর
৭। মনছুরাবাদ
৮। ময়মনসিংহ
৯। পররাষ্ট্র মন্ত্রণালয়
১০। গাইবান্ধা
১১। গোপালগঞ্জ
১২। মানিকগঞ্জ
১৩। নরসিংদী
১৪।নোয়াখালী
১৫। ফেনী
১৬। চাঁদগাওঁ
১৭। কুমিল্লা
১৮। মুন্সিগঞ্জ
১৯। সিলেট
২০। মৌল্ভিবাজার
২১। সুনামগঞ্জ
২২। হবিগঞ্জ
২৩। যশোর
২৪। খুলনা
২৫। কুষ্টিয়া
২৬। বি-বাড়িয়া
২৭। রাজশাহী
২৮। চাপাইনবাবগঞ্জ
২৯। বগুড়া
৩০। রংপুর
৩১। দিনাজপুর
৩২। নওগাঁ
৩৩। জয়পুরহাট
৩৪। বরিশাল
৩৫। পটুয়াখালি
৩৬। পাবনা
৩৭। সিরাজগঞ্জ
৩৮। কিশোরগঞ্জ
৩৯। নাটোর
৪০। মাগুরা
৪১। নড়াইল
৪২। লক্ষ্মীপূর
৪৩। টাঙ্গাইল
৪৪। জামালপুর
৪৫। শেরপুর
৪৬। নেত্রকোনা
৪৭। মাদারীপুর
৪৮। ফরিদপুর
৪৯। রাজবাড়ি
৫০। ঝিনাইদহ
৫১। সাতক্ষীরা
৫২। বাগেরহাট
৫৩। ভোলা
৫৪। বরগুনা
৫৫। চুয়াডাঙ্গা
৫৬। ঝালকাঠি
৫৭। কুড়িগ্রাম
৫৮। লালমনিরহাট
৫৯। মেহেরপুর
৬০। নীলফামারী
৬১। পঞ্চগড়
৬২। পিরোজপুর
৬৩। শরিয়তপুর
৬৪। ঠাকুরগাঁও
৬৫। বান্দরবান
৬৬। চাঁদপুর
৬৭। কক্সবাজার
৬৮। খাগড়াছড়ি
৬৯। নারায়নগঞ্জ
৭০। রাঙামাটি
ধাপ-২. অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ করুন।
আবেদন প্রক্রিয়ার জন্য এই লিংকে ক্লিক করুন " এখানে "
ধাপ-৩. পাসপোর্ট ফি পরিশোধ।
ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ
১.অনলাইনঃ
(ক) কার্ড(মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস), (খ) মোবাইল ব্যাংকিং(নগদ, বিকাশ, রকেট,ওকে ওয়ালেট,ইউপে), (গ) ইন্টারনেট ব্যাংকিং(ব্যাংক এশিয়া), (ঘ) ওয়ালেটস(ডিমানি, ইউপে)
২.অফলাইনঃ
চালানের মাধ্যমে দেশের সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যাবে।
নোট:
নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে ১৫ কর্মদিবস / ২১ দিনের মধ্যে।
জরুরী ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে ৭ কর্ম দিবস / ১০ দিনের মধ্যে।
অতি জরুরী ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থেকে ২ কর্মদিবসের মধ্যে এবং যে সমস্ত সরকারি কর্মচারীদের এনওসি/অবসরপ্রাপ্ত (পিআরএল) আছে তারা নিয়মিত এক্সপ্রেস সুবিধা পাবে।
বাংলাদেশের অভ্যন্তরে ই-পাসপোর্ট ফি (১৫% ভ্যাটসহ):-
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি ৪,০২৫ টাকা
- জরুরী ডেলিভারি ৬,৩২৫ টাকা
- অতীব জরুরী ডেলিভারি ৮৬২৫ টাকা
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি ৫.৭৫০ টাকা
- জরুরী ডেলিভারি ৮.০৫০ টাকা
- অতীব জরুরী ডেলিভারি ১০,৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি ৬,৩২৫ টাকা
- জরুরী ডেলিভারি ৮,৬২৫ টাকা
- অতীব জরুরী ডেলিভারি ১২,০৭৫ টাকা
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি ৮,০৫০ টাকা
- জরুরী ডেলিভারি ১০,৩৫০ টাকা
- অতীব জরুরী ডেলিভারি ১৩,৮০০ টাকা
বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে (সাধারণ আবেদনকারী) :
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 100 dollar
- জরুরী ডেলিভারি USD 150 dollar
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 125 dollar
- জরুরী ডেলিভারি USD 175 dollar
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 150 dollar
- জরুরী ডেলিভারি USD 200 dollar
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 175 dollar
- জরুরী ডেলিভারি USD 225 dollar
বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে (শ্রমিক ও ছাত্র) :
৪৮ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 30 dollar
- জরুরী ডেলিভারি USD 45 dollar
৪৮ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 50 dollar
- জরুরী ডেলিভারি USD 75 dollar
৬৪ পৃষ্ঠা এবং ৫ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 150 dollar
- জরুরী ডেলিভারি USD 200 dollar
৬৪ পৃষ্ঠা এবং ১০ বছরের মেয়াদ সহ ই-পাসপোর্ট-:
- নিয়মিত ডেলিভারি USD 175 dollar
- জরুরী ডেলিভারি USD 225 dollar
ধাপ-৪.ছবি ও ফিঙ্গার প্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ।
ছবি ও ফিঙ্গারপ্রিন্ট এর জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়েছেন কিনা তা দেখে নিন। যেমন:
১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি(ঐচ্ছিক )
ধাপ-৫. পাসপোর্ট অফিস থেকেই ই পাসপোর্ট সংগ্রহ।
- ডেলিভারী স্লিপ/রশিদ: এনরোলমেন্ট সম্পন্ন হওয়ার পর প্রদেয় স্লিপ ।
- অনুমোদিত প্রতিনিধির(নিজ জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে) কাছে পাসপোর্ট প্রদান করা যাবে।
উপরোক্ত নিয়ম গুলো অনুসরণ করে আপনি ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন কি পাসপোর্ট করতে কোন দালালের প্রয়োজন হয় না। ২০২২ উপরোক্ত নিয়ম অনুসরণ করে খুব সহজেই ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে।
good post
good post
nice post
ধন্যবাদ
Very good
ধন্যবাদ
So nice
ধন্যবাদ আপনাকে