পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করবেন যেভাবে
বর্তমানে বাসা-বাড়ি, অফিস. কারখানা. শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই ব্যবহার করা হয়। দেশের প্রায় সর্বত্রই এখন ওয়াইফাই দেখা যায়। যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড লাগে। কিন্তু পাসওয়ার্ড ছাড়াও ওয়াইফাই কানেক্ট করা যায়। যদিও কারো অনুমতি ছাড়া তার ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা উচিত নয়। তাই যে কোন নেটওয়ার্কে কানেক্ট করার আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে নিন।
কিভাবে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন জেনে নিন।
ডব্লিউপিএস ব্যবহার করে:-
রাউটারের ডব্লিউপিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়া লগইন করা যাবে। চলুন দেখে নিই কীভাবে করবেন।
- স্মার্টফোনের Settings ওপেন করুন।
- এবার নেটওয়ার্ক বিভাগে ওয়াইফাই সিলেক্ট করুন।
- Advanced Settings সিলেক্ট করুন।
- এরপর Connect by WPS Button সিলেক্ট করুন।
- এবার রাউটারের WPS বাটন চাপ দিয়ে ৩০ সেকেন্ড ধরে রাখলে আপনার ফোনে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে।
- এরপর থেকে প্রতিবার নিজে থেকেই আপনার ফোন রাউটার সঙ্গে কারেন্ট হয়ে যাবে।
রাউটারের পাসওয়ার্ড ছাড়া গেস্ট মোড:-
অনেক রাউটার আছে যেগুলোতে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। এই অপশন এনাবল করে অতিথিকে ওয়াইফাই এক্সেস দিতে পারেন।
- কম্পিউটার ব্রাউজারের এড্রেসবারে ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১ টাইপ করে এন্টার চাপুন।
- এরপর ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। পাসওয়ার্ড জানা না থাকলে 'admin' দিয়ে দেখুন।
- লগইন হলে ওয়াইফাই সেটিংস থেকে গেস্ট নেটওয়ার্ক সিলেট করে এনাবেল করে দিন।
- এবার গেস্ট নেটওয়ার্কের জন্য নাম দিয়ে দিন এবং সিকিউরিটি ফাঁকা রাখুন।
কিউআর কোডের মাধ্যমে ওয়াইফাই লগইন:-
কিউআর (QR) কোডের মাধ্যমে ওয়াইফাই লগইন তুলনামূলক ভাবে একটু জটিল। কিউআর কোড থেকে পাসওয়ার্ড টাইপ করলে সহজে লগইন করা সম্ভব।দেখে নিন কিউআর কোড স্ক্যান করে কিভাবে ওয়াইফাই নেটওয়ার্কে লগইন করবেন।
ল্যাপটপ থেকে:-
- ল্যাপটপে Qrstuff.com ওয়েবসাইট ওপেন করুন।
- এখানে বামদিকে Wifi Login অপশন সিলেক্ট করুন।
- এবার নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন।
- তারপর কিউআর কোড ডিসপ্লের উপরে দেখতে পাবেন। স্মার্টফোন থেকে এই কিউআর কোড স্ক্যান করুন।
- এখন স্ক্যান করার পরে Connect to this Network সিলেক্ট করুন।
স্মার্টফোন থেকে:-
- Play Store থেকে WiFikeyShare ইনস্টল করুন।
- এবার আপনার বন্ধুর স্মার্টফোনে এই অ্যাপস ইন্সটল করুন।
- এরপর নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন।
- এবার আপনার বন্ধুর ফোনের ডিসপ্লেতে কিউআর কোড ভেসে উঠবে।
- এবার কিউআর (QR) কোডটি স্ক্যান করে লগ-ইন করে নিন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক টিপস-এন্ড-ট্রিকস পেতে jorip24.com নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
Good information
ধন্যবাদ ভাই
Good post
ধন্যবাদ
So beautiful