জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন?
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। তাই এটিকে ভোটার আইডি কার্ডও বলা হয়ে থাকে। চাকরির আবেদন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কোনো কিছু ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয়।
যদি কোনো কারণে জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়, তবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। তবে ভয়ের কিছু নেই, আপনি চাইলেই জাতীয় পরিচয়পত্র আবার তুলে নিতে পারবেন। তবে সে জন্য কিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে কিভাবে পুনরায় আবেদন করবেন তা জেনে নিই।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়
পরিচয়পত্রটি যেখানে
হারিয়েছে, তার নিকটবর্তী থানায় যত দ্রুত সম্ভব সাধারণ ডায়েরি করতে হবে।
পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সাধারণ ডায়েরির কাগজটি সংরক্ষণ করে রাখতে
হবে।
পরিচয়পত্র হারিয়ে গেছে এবং আপনার পরিচয়পত্র ব্যবহার করে পরবর্তী
সময়ে কোনো যেন অপরাধ সংঘটিত দায়ভার না করতে পারে, তার প্রমাণ হিসেবে কাজ
করবে সাধারণ ডায়েরির কাগজটি। তাছাড়া যদি কেউ পরিচয়পত্রটি খুঁজে পেয়ে
থানায় জমা দেয়, সে ক্ষেত্রে আপনি তা সহজে ফেরত পেতে পারবেন।
সাধারণ
ডায়েরি বা জিডির মূল কপিটিসহ জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের জন্য
থানা বা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে। আপনি চাইলে
ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে আবেদন করাতে পারেন। আবেদন করলে
প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র পুনরায় ইস্যু করে দেওয়া হবে।
আবেদন ফি
ভোটার আইডি কার্ড রি-ইস্যু করার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। প্রথমবার রি-ইস্যু করার জন্য আবেদন করতে ২০০/= টাকা জমা দিতে হবে। জরুরি ভিত্তিতে (৭ কার্যদিবস) পেতে চাইলে ৩০০/=টাকা জমা দিতে হবে। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে যথাক্রমে ৩০০/= টাকা এবং জরুরি ভিত্তিতে চাইলে ৫০০/= টাকা জমা দিতে হবে। এরপর পরবর্তী সময়ে যে কোনো বার আবেদনের ক্ষেত্রে ৫০০/= টাকা জমা দিতে হবে এবং আপনি যদি জরুরি ভিত্তিতে চান তাহলে ১০০০/= টাকা জমা দিতে হবে
অনলাইনে আবেদন করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে অনলাইনের মাধ্যমে রি-ইস্যু করার আবেদন করা যায়। তার জন্য জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটটির ডানে ওপরের দিকে ’ভোটার তথ্য’ এর অপশন রয়েছে।
সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলে ভোটার তথ্য আসবে। তখন ওপর দিকে ’রি-ইস্যু’ অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে নতুন একটি ফর্ম ওপেন হবে। সেখানে আপনার ভোটার আইডি কার্ডের নম্বর বসাতে হবে এবং হারানোর পর যে জিডি করেছেন তার নম্বর সংযুক্ত করতে হবে। যদি আপনার পরিচয়পত্র হারিয়ে না গিয়ে নষ্ট হয়ে থাকে, তাহলে “নষ্ট হয়ে গেছে” অপশনে ক্লিক করবেন, সে ক্ষেত্রে জিডি নম্বর লাগবে না। হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র রি-ইস্যু করার জন্য অনলাইনে একটি ফর্ম থাকবে, ফর্মটি পূরণ করতে হবে। তারপর সরকার কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংসহ অন্য যেসব পদ্ধতিতে টাকা পরিশোধ করা যায় তা দেয়া আছে। সেই প্রক্রিয়ায় টাকা পরিশোধ করতে হবে। পরিশোধের তথ্য এসএমএসের মাধ্যমে প্রার্থীকে অবহিত করা হবে। তা পেমেন্ট করার পর এসএমএস পেলে জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করা যাবে। হার্ড কপি পাওয়ার জন্য নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
A vital piece of fact!! Thank you.
ধন্যবাদ