নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার-নগদ থেকে কি বিকাশে টাকা ট্রান্সফার করা যায়

বাংলাদেশ বর্তমান সময়ে নগদ ও বিকাশ দুইটি বড় মোবাইল ব্যাংকিং কোম্পানি । আমাদের প্রায় প্রত্যেকেরই নগদ ও বিকাশ এই দুইটি কোম্পানিতে একাউন্ট আছে। টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা এখন বিকাশ ও নগদ ব্যবহার করে থাকি। বিভিন্ন প্রয়োজনে আপনি যাকে টাকা পাঠাবেন তার নগদ একাউন্ট নাও থাকতে পারে।এজন্য নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হয়।

এক্ষেত্রে আপনারা নগর থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম জেনে নিতে পারেন। আপনারা যারা নগর থেকে বিকাশে টাকা পাঠাতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে নিন। তাহলে আপনারা খুব সহজে নগদ একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন আসলেই কি নগদ থেকে বিকাশে টাকা পাঠানো যায়। তাদের প্রশ্নের উত্তরে বলতে চাই হ্যাঁ, নগদ একাউন্ট থেকে আপনি বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। নগদ একাউন্ট ডাক বিভাগের অন্তর্ভুক্ত। সুতরাং নগদ একাউন্ট থেকে আপনি চাইলে বিকাশ একাউন্টে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। তাহলে চলুন নগর থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম জেনে নিই।

পোস্ট সূচিপত্র:

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্ধতি

নগদ থেকে বিকাশে টাকা সরাসরি ট্রান্সফার করতে পারবেন না। কারণ আমার জানা মতে এরকম কোন সিস্টেম নগদ চালু করে নাই। তবে আপনি চাইলে একটু অন্যভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের জন্য আপনার যা যা লাগবে তা হলঃ
  • একটি সচল নগদ একাউন্ট ও নগদ একাউন্ট ভার্চুয়াল কার্ড থাকতে হবে।
  • একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে।
এখন আপনি হয়ত চিন্তা করছেন নগদ একাউন্ট  ভার্চুয়াল কার্ড আবার কি? চিন্তার কোন কারন নাই আপনি নগদ একাউন্ট ভার্চুয়াল কার্ড সম্পর্কে ও জানতে পারবেন।

নগদ ভার্চুয়াল কার্ড কি?

নগদ ভার্চুয়াল কার্ড হল নগদের একটি নতুন ফিচার। এখানে নগদ তাদের গ্রাহককে একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দিবে যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় পে কর‍তে পারবেন। কিন্তু নগদের ভার্চুয়াল কার্ড শুধু বাংলাদেশেই চলবে।
যেমন, ধরুন আপনি দারাজে বা অন্য কোনো জায়গায় কেনাকাটা করলে নগদের ভার্চুয়াল কার্ড দিয়ে পে করতে পারবেন।

কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাবেন?

বর্তমানে নগদ তাদের পার্সোনাল একাউন্ট ব্যাবহারকারি প্রতিটা গ্রাহকের একাউন্টেই অটোমেটিক ভাবে ভার্চুয়াল কার্ড দিয়ে থাকে। আপনি যখন নগদ একাউন্ট খুলেছিলেন তখন আপনাকে নগদের ভার্চুয়াল কার্ডের নাম্বার দেওয়া হয়েছিলো।
কি ভার্চুয়াল কার্ড সম্পর্কে জানেন না? নাকি আপনি আপনার নগদ ভার্চুয়াল কার্ডের নাম্বার ভুলে গিয়েছেন? ভুলে গেলেও কোন সমস্যা নাই। আপনি যদি  সেই কার্ড নাম্বার না পান তাহলে চিন্তার কোনো কারণ নাই। আজ আমি নগদ ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার সংগ্রহ করার প্রসেস বলে দিচ্ছি।
  • প্রথমে নগদ অ্যাপ ডাউনলোড করুন।
  • তারপর আপনার নগদ একাউন্টে লগইন করুন।
  • এরপর নগদ অ্যাপ থেকে ” আমার নগদ ” অপশনে ক্লিক করুন।
  • এখন নাম পরিবর্তনের মেনুতে গেলেই আপনি আপনার ১৬ ডিজিটের ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার দেখতে পারবেন।
  • এরপর সেই ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার লিখে রাখুন। সঠিক ভাবে খুব সতর্কতার সাথে লিখুন। কারণ এই ভার্চুয়াল কার্ড দিয়েই আপনাকে পরে কাজ করতে হবে।
ভার্চুয়াল কার্ডের সমস্যা: অনেক সময় অনেকে ভার্চুয়াল কার্ড দেখতে পায় না।  কারণ তাদের ফোনের ফন্ট সাইজ বড় থাকে।

ভার্চুয়াল কার্ডের সমস্যার সমাধানঃ যেহেতু আপনার ফোনের ফন্টের সাইজ বড় তাই আপনি কার্ড নাম্বার দেখতে পারছেন না। এর সমাধান হল আপনি আপনার ফোনের ফন্ট সাইজ কমিয়ে আবার চেষ্টা করুন।

যেভাবে ফন্ট সাইজ কমাবেনঃ প্রথমে সেটিংসে যান। তারপর ফন্ট অপশনে যান। সেখান থেকে ফন্ট সাইজ কমিয়ে ফেলুন। পরে কাজ শেষ হলে আবার ফন্ট সাইজ বাড়িয়ে নিন।
আশা করি আপনি ভারচুয়াল কার্ড নাম্বার পেয়ে গেছেন। এবার আপনাকে আসল কাজ করতে হবে।

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফারের উপায়

যেহেতু আপনি আপনার কার্ড নাম্বার পেয়ে গেছেন। সেহেতু আপনি এখন নিচের স্টেপগুলো অনুসরণ করে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।
  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।
  • তারপর আপনার মোবাইল ফোনে বিকাশ অ্যাপ ইন্সটল করুন।
  • এরপর আপনার বিকাশ অ্যাপ ওপেন করুন।
  • তারপরে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপে লগইন করুন।
  • এখন সেন্ড এড মানি অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে দুইটা অপশন আসবে। একটা হল ব্যাংক টু বিকাশ ,আরেকটা হল কার্ড টু বিকাশ।
  • আপনি কার্ড টু বিকাশ অপশন নির্বাচন করুন।
  • এবার নাম্বার সিলেক্ট করুন।
  • এরপর আপনি যার নাম্বারে টাকা অ্যাড করবেন তার নাম্বার দিন।
  • নাম্বার অ্যাড করার পর আপনাকে টাকার পরিমান দিতে বলবে। এইখানে আপনি কতটাকা অ্যাড করবেন তা নিশ্চিত করুন।
  • টাকার পরিমান দিয়ার পর কার্ড নাম্বার দেয়ার অপশন আসবে। এই ধাপে আপনি নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার অ্যাড করুন।
  • তারপর আপনার নগদ একাউন্টে একটি ওটিপি ( OTP ) আসবে। এখন ওটিপি দিয়ে কনফার্ম করুন।
এবার আপনার নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্পন্ন হয়েছে।

আশাকরি কিভাবে নগদ একাউন্ট থেকে বিকাশ একাউন্টের টাকা টান্সফার করতে হয় তা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
6 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • mukul
    mukul April 16, 2022 at 8:05 AM

    শিক্ষনীয় পোস্ট

    • jorip
      jorip April 22, 2022 at 7:57 AM

      ধন্যবাদ

  • Ridoy
    Ridoy April 21, 2022 at 10:02 AM

    Wow so nice

    • jorip
      jorip April 22, 2022 at 7:58 AM

      ধন্যবাদ

  • Naim
    Naim May 13, 2022 at 7:36 AM

    Wow

    • jorip
      jorip May 17, 2022 at 7:15 AM

      ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url