দরখাস্ত লেখার নিয়ম-আবেদন পত্র লেখার নিয়ম
আবেদন পত্র লেখার নিয়ম : বাংলা দরখাস্ত কিংবা ইংরেজি দরখাস্ত যেটাই হউক না কেন, কাজের প্রয়োজনে বিভিন্ন সময় আবেদন পত্র বা দরখাস্ত লিখতে হয়। কিন্তু বাংলা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে দরখাস্ত লেখার পূর্বে অভীজ্ঞদের নিকট থেকে দরখাস্ত লেখার নিয়ম জেনে নিতে হয়।
বিশেষ করে চাকরি প্রার্থীরা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে সমস্যায় পড়তে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে, বেশিরভাগ লোক চক্ষু লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শ নিতে চান না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখার ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হতে হয়।
দরখাস্ত লেখার অসংখ্য ফরমেট রয়েছে। কেউ চাকরির দরখাস্ত লিখছেন, কেউ অফিসের বিশেষ প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, আবার ছাত্র ছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল কলেজের প্রধানকে এড্রেস করে দরখাস্ত লিখছেন। মূলত কাজের ধরন অনুসারে দরখাস্ত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যত ধরনের দরখাস্ত থাকুক না কেন একটি দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্ব করতে পারলে আপনি যেকোন ধরনের দরখাস্ত লিখতে পারবেন।
আজকের আর্টিকেলে স্কুল কলেজের ছুটির আবেদন, বেতন মওকুফের আবেদন, চাকরির আবেদন পত্র, সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন, ব্যাংকের ছুটির আবেদন সহ বিভিন্ন প্রফেশনার ছুটির আবেদন লেখার নিয়ম শেয়ার করব।
দরখাস্ত লেখার নিয়মাবলী
দরখাস্ত লেখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোন ভাবেই বাদ দেওয়া সম্ভব নয়। আপনি যে ধরনের দরখাস্ত লিখুন না কেন, দরখাস্ত লেখার সময় আপনাকে নিচের নিয়মগুলো মেনে দরখাস্ত লিখতে হবে।
- প্রাপক (যার কাছে আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
- আবেদনের বিষয়।
- সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম ইত্যাদি।
- আবেদনের বিষয়ে গঠনমূলক বর্ণনা।
- আবেদনকারী নাম ও ঠিকানা।
- আবেদনের সঠিক তারিখ।
দরখাস্ত লেখার নিয়ম
কাজের ধরণ অনুসারে বাংলা দরখাস্ত লেখার নিয়ম আলাদা আলাদা হয়। কেউ চেষ্টা করলেও সব ধরনের দরখাস্তের নমুনা এক সাথে শেয়ার করে দিতে পারবে না। সকলের সুবিধার্তে সবচাইতে বহুল ব্যবহৃত কয়েকটি দরখাস্তের নমুনা এখানে শেয়ার করে দেওয়া হলো।
১. সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন
বরাবর
সভাপতি
খড়খড়ি উচ্চ বিদ্যালয়
খড়খড়ি, রাজশাহী।
বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৪/০৬/২০২২ খ্রিঃ তারিখে দৈনিক “প্রথম আলো” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।
১। নামঃ
২। পিতার নামঃ
৩। মাতার নামঃ
৪। বর্তমান ঠিকানাঃ
৫। স্থায়ী ঠিকানাঃ
৬। জন্ম তারিখঃ
৭। জাতীয়তাঃ
৮। ধর্মঃ
৯। শিক্ষাগত যোগ্যতাঃ
১০। অভীজ্ঞতাঃ
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী )
মোবাঃ ০১৭৩০-০০০০০০
তারিখ-০৬/০৬/২০২২ খ্রিঃ
সংযুক্তিঃ
১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।
২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।
৩। চারিত্রিক সনদপত্র।
৪। নাগরিকত্ব সনদপত্র।
৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।
২. চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত |
বরাবর
পরিচালক
ডাচ বাংলা ব্যাংক লিঃ
৪৭ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা।
বিষয়ঃ চাকরি হতে অব্যাহতির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মোঃ জরিফ আলী আপনার নিয়ন্ত্রাধীন ডাচ বাংলা ব্যাংকের রাজশাহী জেলার সাহেব বাজার শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আমি গত ০১/০২/২০১৫ তারিখে ডাচ বাংলা ব্যাংকে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যাবধি ব্যাংকের অত্র শাখায় সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। ডাচ বাংলা ব্যাংক বিধিমালা অনুসারে আপনার পূর্বানুমতি সাপেক্ষে বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে আমি নিয়োগের আদেশপ্রাপ্ত হওয়ায় আপনার ব্যাংক হতে অব্যাহতি পাওয়া একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে আগামী ৩১/১২/২০২২ তারিখে আপনার ব্যাংক হতে অব্যাহতি দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
(মোঃ জরিফ আলী)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
সাহেব বাজার শাখা, রাজশাহী।
সংযুক্তঃ
১। অনুমতি পত্র ০১ (এক) কপি।
২। পুলিশ বাহিনীতে নিয়োগের আদেশপত্র ০১ (এক) কপি।
৩. কোম্পানির চাকরি ছাড়ার দরখাস্ত
বরাবর
ম্যানেজার
আকিজ গ্রুপ এন্ড কোম্পানি
উত্তরা ব্রাঞ্চ, ঢাকা-৩১০০।
বিষয়ঃ চাকরি হতে অব্যাহতির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ হারুন-অর-রশিদ আপনার কোম্পানিতে একজন সেলসম্যান হিসেবে কর্মরত আছি। আমি গত ০৪/০৪/২০১৯ তারিখে আকিজ গ্রুপ এন্ড কোম্পানিতে নিয়োগ প্রাপ্ত হয়ে অদ্যাবধি চাকরি করে আসছি। বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর হিসেবে আমি নিয়োগের আদেশপ্রাপ্ত হওয়ায় আপনার নিয়ন্ত্রাধীন আকিজ কোম্পানির চাকরি হতে অব্যাহতি পাওয়া একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে আগামী ৩১/১২/২০২২ তারিখে আপনার কোম্পানি হতে অব্যাহতি দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
(মোঃ জরিফ আলী)
সেলসম্যান
আকিজ গ্রুপ এন্ড কোম্পানি
উত্তরা ব্রাঞ্চ, ঢাকা-৩১০০।
৪. জরিমানা মওকুফের জন্য আবেদন
বরাবর
অধ্যক্ষ
অগ্রণী স্কুল এন্ড কলেজ, রাজশাহী।
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জরিফ আলী, আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা’র অসুস্থতা ও পারিবারিক আর্থিক অনটনের কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য যে, আমার বাবা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং বাবার আয়ের উপর আমাদের পরিবারের সকল ভরণপোষণ ব্যয় বহন করা হয়।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার বাবা’র অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী)
শ্রেণী-দ্বাদশ
বিভাগ-বিজ্ঞান
রোল নং-১০৬০
তারিখ-০৪/০৩/২০২২ খ্রিঃ
৫. ছাড়পত্রের জন্য আবেদন
বরাবর
প্রধান শিক্ষক
খড়খড়ি উচ্চ বিদ্যালয়
খড়খড়ি, রাজশাহী।
বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জরিফ আলী, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারী চাকরিজীবি। তাঁর বর্তমান কর্মস্থল পবা উপজেলা হতে পুঠিয়া উপজেলায় বদলি হওয়ায় আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করা সম্ভব হবে না।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার সমস্যার বিষয়টি বিবেচনা করতঃ সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানের জন্য আপনার সুমহান মর্জি কামনা করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং-০১
তারিখ-০৪/০৪/২০২২ খ্রিঃ
৬. অগ্রিম ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
বরাবর
প্রধান শিক্ষক
খড়খড়ি উচ্চ বিদ্যালয়
খড়খড়ি, রাজশাহী।
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ হারুন-অর-রশিদ, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/০১/২০২২ খ্রিঃ তারিখ আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০১/২০২২ খ্রিঃ হতে ০৩/০১/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ০৩ (তিন) দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং-০৫
তারিখ-০১/০১/২০২২ খ্রিঃ
৭. অনুপস্থিতির জন্য ছুটির আবেদন (স্কুল ও কলেজ)
বরাবর
প্রধান শিক্ষক
খড়খড়ি উচ্চ বিদ্যালয়
খড়খড়ি, রাজশাহী।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ হারুন-অর-রশিদ, আপনার বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০২/২০২২ খ্রিঃ হতে ০৫/০২/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক বিবেচনা করে আমাকে ৫ (পাঁচ) দিনের ছুটি দানে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী)
শ্রেণী-১০ম
বিভাগ-বিজ্ঞান
রোল নং-০৪
তারিখ-০১/০২/২০২২ খ্রিঃ
৮.অফিসিয়াল ছুটির আবেদন (অগ্রিম ছুটি)
বরাবর
ব্যবস্থাপক
ডাচ বাংলা ব্যাংক লিঃ
সাহেব বাজার শাখা, রাজশাহী।
বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ, পূর্ব জিন্দাবাজার শাখা, সিলেট এ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০২/২০২২ খ্রিঃ তারিখ আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ০১/০২/২০২২ খ্রিঃ হতে ০৩/০২/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনাক্রমে ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
সাহেব বাজার শাখা, রাজশাহী।
তারিখ-০১/০২/২০২২ খ্রিঃ
৯.অফিসিয়াল ছুটির আবেদন (অনুপস্থিতির জন্য)
বরাবর
ব্যবস্থাপক
ডাচ বাংলা ব্যাংক লিঃ
সাহেব বাজার শাখা, রাজশাহী।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ ডাচ বাংলা ব্যাংক লিঃ, পূর্ব জিন্দাবাজার শাখা, সিলেট এর একজন সিনিয়র অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০১/২০২২ খ্রিঃ হতে ০৫/০১/২০২২ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৫ (পাঁচ) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ জরিফ আলী)
সিনিয়র অফিসার
ডাচ বাংলা ব্যাংক লিঃ
সাহেব বাজার শাখা, রাজশাহী।
তারিখ-০১/০২/২০২২ খ্রিঃ
জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url