বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে-পাসপোর্ট করতে কি কি লাগে

আমরা অনেকেই জানিনা পাসপোর্ট করতে কি কি লাগে বা ই পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে। আপনারা যারা বিদেশ ভ্রমন অথবা বিদেশে চিকিৎসার জন্য নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের অনেকেই ই-পাসপোর্ট করতে কি কি লাগে অথবা কি কি কাগজ লাগে তা জানে না।
আবার যাদের বয়স ১৮ বছরের কম তাদের পাসপোর্ট করার জন্য কি কি কাগজ লাগবে সেটাও অনেকে জানেন না। তাই আপনারা নতুন পাসপোর্ট করতে চান বা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে চান কিন্তু পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে সেটাও জানেন না তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে 2022

১. জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি। (যাদের বয়স ১৮ বছর)। যাদের বয়স ১৮ বছর হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। তবে, তার জন্য পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।

২. ই-পাসপোর্ট আবেদন করার অনলাইন কপি (প্রিন্ট কপি জমা দিতে হবে)।

৩. পাসপোর্ট অ্যাপ্লিকেশন এর সামারি প্রিন্ট কপি।

৪. পাসপোর্ট ফি জমা দেওয়া মূল কপি।

৫. বয়স যদি ১৮ বছরের কম হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ এর ইংরেজি BRC দরকার হবে।

৬. নতুন পাসপোর্ট করার জন্য নাগরিক সনদ পত্র।

৭. আপনার যদি আগে কোনো পাসপোর্ট থাকে তার মূল কপি এবং ফটোকপি জমা দিতে হবে।

পাসপোর্ট করতে কি কি লাগে? 

যদি বয়স ১৮ বছরের বেশি হয় তাহলে পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড(National Identity Card), পাসপোর্ট অ্যাপ্লিকেশন কপি, নতুন পাসপোর্ট করার জন্য নাগরিক সনদ পত্র, পাসপোর্ট ফি প্রদানের কপি এবং পুরাতন পাসপোর্ট যদি থাকে তাহলে তার মূল কপি এবং ফটোকপি লাগবে।

যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে

  • পাসপোর্ট আবেদন পত্রের প্রিন্ট কপি।
  • পাসপোর্ট ফি পেমেন্ট স্লিপ। 
  • আবেদনপত্রের সারংশের অ্যাপয়েন্টমেন্ট সহ প্রিন্ট কপি।
  • যদি আপনার আগে পাসপোর্ট থাকে তাহলে মূল কপি বা প্রিন্ট কপি।
  • সরকারি চাকরিজীবীদের যদি NOC/GO থাকে।
  • সনাক্তকরণ করার জন্য জাতীয় পরিচয় পত্র(National Identity Card) বা জন্ম নিবন্ধন নাম্বার নথির প্রিন্ট কপি।
  • তথ্য সংশোধন করার প্রয়োজন হলে প্রয়োজনীয় কাগজপত্র।

অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে

যাদের বয়স ১৮ বছরের কম তার মানে যাদের জাতীয় পরিচয় পত্র (NID) হয়নি তাদের পাসপোর্ট করার জন্য, 
  • 3R Size ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে।
  • BRC english version অনলাইন জন্ম নিবন্ধন সনদ দরকার হবে।
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র দরকার হবে।

ই-পাসপোর্ট করতে কি কি লাগে?

  • জাতীয় পরিচয় পত্র বা ইংরেজি ভার্ষন অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • নাবালক/অপ্রাপ্ত বয়স্কদের জন্য ইংলিশ ভার্ষণ অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
  • যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট আইডি কার্ড বা প্রতয়ন পত্রের মূল কপি এবং ফটোকপি পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে।
  • পাসপোর্ট আবেদন করার পর অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি পাসপোর্ট অফিসে যাওয়ার সময় নিয়ে যেতে হবে।
  • যদি কোনো পেশার সাথে জড়িত থাকলে সেটার সনদ আপলোড করতে হবে। 
  • ই-পাসপোর্ট ফি জমা প্রদনের রশিদ।
  • যদি পুরাতন পাসপোর্ট থাকলে তার ফটোকপি এবং পাসপোর্ট অফিসে যাওয়ার সময় মূল কপি নিয়ে যেতে হবে।
  • বিবাহ সনদ / বিবাহ বিচ্ছেদ সনদ (যদি প্রযোজন হয়)।
  • স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে স্থায়ী ঠিকানার নাগরিক সনদ থাকতে হবে।
  • সরকারি চাকরিজীবীদের Go/NOC থাকলে আপলোড করুন, তাহলে নিয়মিত পাসপোর্ট ফি জমা দিয়েও জরুরী ও এক্সেপ্রেস ডেলিভারি পাবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসপোর্ট করতে কি কি লাগে বা ই পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে এর সম্পর্কে বিস্তারিত। তবে এই আর্টিকেল সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্টে জানাবেন।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Ridoy
    Ridoy November 2, 2022 at 11:13 AM

    Nice post

    • jorip
      jorip November 4, 2022 at 5:29 AM

      ধন্যবাদ

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url