ফরেক্স ট্রেডিং কি হালাল
ফরেক্স ট্রেডিং কি হালাল | Is forex trading halal? এই সম্পর্কে আজকে আলোচনা করবো। কারণ, আগের আর্টিকেলে যখন ফরেক্স ট্রেডিং কি আর্টিকেল লিখেছি, তখন অনেকে জানতে চেয়েছে ফরেক্স ট্রেডিং কি হালাল ?
তাছাড়া ফরেক্স ট্রেডিং করার জন্য কি কি করতে হবে সব স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এই আর্টিকেলে। বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা জানে না ফরেক্স ট্রেডিং কি এবং কেনই বা ফরেক্স ট্রেডিং করা হয়। আপনারা যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে চান, তারা এই পোষ্টটি মনোযোগ দিয়ে বিস্তারিত ভাবে পড়ুন।
ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম এটা জানার আগে আপনাকে জানতে হবে ফরেক্স কি এবং ফরেক্স ট্রেডিং কি এই ব্যাপারে। তাহলে ফরেক্স ট্রেডিং কি হালাল বুঝতে পারবেন।
পোস্ট সূচিপত্র:
- ফরেক্স কি? (What is forex in bangla)
- ট্রেডিং অর্থ কি? (trading meaning in bengali)
- ফরেক্স ট্রেডিং কি? (What is forex trading in bangla)
- ফরেক্স ট্রেডিং কেন করবেন?
- কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?
- আমি কি ফরেক্স ট্রেডিং করতে পারবেন?
- ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading is halal?
- ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?
- শেষ কথা
ফরেক্স কি? (What is forex in bangla)
সহজ ভাষায় বলতে গেলে, ফরেক্স হলো foreign exchange market যাকে আবার FX market বলা হয়ে থাকে। ফরেক্স হলো এমন একটি মার্কেট যেখানে বিদেশী মুদ্রা (foreign currency) লেনদেন বা আদান প্রদান করা হয়। ফরেক্স একটি গ্লোবাল মার্কেট (global market) যেখানে বিভিন্ন আলদা আলদা দেশের মুদ্রা গুলোকে আদান-প্রদান করা হয়।
বিশ্বের সব চেয়ে বড় এবং বেশি লেনদেন হওয়া মার্কেট ফরেক্স মার্কেট , যেখানে প্রত্যেক দিন ৫.১ মিলিয়নের বেশি লেনদেন রয়েছে। বৈদেশিক লেনদেন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রার সাথে অদলবদল করা হয়। বিভিন্ন কারণে এই মুদ্রা গুলোকে অদলবদল করা হয়। যেমন- Commerce, tourism এবং trading ইত্যাদি। আশাকরি, ফরেক্স কি বিষয়টি সহজে বুঝাতে পেরেছেন।
ট্রেডিং অর্থ কি? (trading meaning in bengali)
ট্রেডিং শব্দের অর্থ হলো কেনা বেচা করা। আবার আদান প্রদান করাও বুঝায়।
ফরেক্স ট্রেডিং কি? (What is forex trading in bangla)
উপরের আলোচনা থেকে আমরা জানলাম ফরেক্স মানে হলো যে প্রক্রিয়ার মাধ্যমে বিদেশী মুদ্রা গুলোকে আদান প্রদান বা লেনদেন করা হয়। মনে রাখবেন, ট্রেড শব্দের অর্থ হলো কেনা-বেচা করা। তাহলে, আপনি যখন ফরেক্স এক্সচেঞ্জ মার্কেট থেকে বিদেশী মুদ্রা কেনা-বেচা বা আদান-প্রদান করবেন সেই প্রক্রিয়া হবে ফরেক্স ট্রেডিং।
সহজ ভাষায় বলতে গেলে, আপনি যখন ফরেক্স এর সাথে ট্রেডিং শব্দটি যুক্ত করে দিবেন, তখন অর্থ দাড়াবে বিভিন্ন দেশের মুদ্রা গুলোকে কেনা-বেচা করা। ফরেক্স ট্রেডিং এর ফলে আপনি নিজের দেশের মুদ্রাকে অন্যান্য দেশের মুদ্রার সাথে কেনা-বেচা করতে পারবেন। তাই ফরেক্স ট্রেডিং মাধ্যমে যেকোনো দেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট নির্ধরণ করা হয়।
ফরেক্স ট্রেডিং কেন করবেন?
যদিও ফরেক্স ট্রেডিং (Forex trading) করার অনেক গুলো কারণ থাকতে পারে। কিন্ত এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ২টি কারণ নিয়ে আলোচনা করবো। মূলত মানুষরা মার্কেটপ্লেসে নিচের দুইটি কাজের কারণে ফরেক্স ট্রেডিং করে থাকে। কারণ দুইটি হলো –
- ১. দেশ স্থানান্তর বা পরিবর্তন করার জন্য
- ২. বেশি অর্থ লাভ করার জন্য
তাহলে চলুন forex trading মানুষরা কেন এই দুইটা করণে করে সেই সস্পর্কে বিস্তারিত জেনে আসি।
১. দেশ স্থানান্তর বা পরিবর্তন করার জন্য
আমরা যখন নিজের প্রয়োজনে বা অপ্রয়োজনে, ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজে এক দেশ থেকে অন্য দেশে যায়, তখন নিজের দেশের টাকা গুলোকে সেই দেশের টাকায় কনভার্ট করে নিতে হয়। আমরা সবাই জানি, প্রত্যেক দেশের আলাদা আলাদা টাকা রয়েছে। আপনি যখন এক দেশ থেকে অন্য দেশে যাবেন তখন নিজের দেশের টাকা দিয়ে সেই দেশে কোনো কিছু কিনতে বা ব্যবহার করতে পারবেন না।
আরো পড়ুন: ফরেক্স ট্রেডিং শিখুন
মনে করুন, আপনি বাংলাদেশ থেকে ভারতে যাবেন। ভারতে গিয়ে আপনি বাংলাদেশের টাকা দিয়ে কোনো কিছুই কিনতে পারবেন না। কারণ, ভারতে টাকার পরিবর্তে রুপি ব্যবহার করা হয়। তাই আপনার টাকা গুলোকে কনভার্ট করে রুপিতে পরিবর্তন করতে হবে। কনভার্ট করা রুপি দিয়ে আপনি ভারতে কেনাকাটা বা লেনদেন করতে পারবেন।
২. বেশি অর্থ লাভ করার জন্য
আগে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে মুদ্রার অদল বদল করার কাজ করা হলেও বর্তমান সময়ে মানুষরা বেশি পরিমানে অর্থ লাভের আশায় ফরেক্স ট্রেডিং করে থাকে। বর্তমানে এমন মানুষের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। যারা মুদ্রা অদল বদল করে কেনা-বেচা করার মাধ্যমে প্রচুর পরিমানে অর্থ ইনকাম করছে।
আপনারা জেনে থাকবেন, প্রত্যেক দেশের মুদ্রার মান কোন না কোন কারণে কম বা বেশি হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় কোন একটি দেশের মুদ্রার মান হঠাৎ করে বৃদ্ধি পায় বা কমে যায়। এই সুযোগকে অনেক সুবিধাবাদী মানুষরা মুদ্রার এই স্ফিতি কাজে লাগিয়ে ভালো পরিমানে আয় করতে সক্ষম হচ্ছেন।
কিভাবে ফরেক্স ট্রেডিং করে আয় করবেন?
ফরেক্স ট্রেডিং ব্যবসা করে ইনকাম করার জন্য ফরেক্স মার্কেট থেকে বর্তমান মুদ্রার মূল্য হিসাবে অন্যান্য দেশের মুদ্রা গুলোকে কিনে নিতে হবে। ট্রেডিং ব্যবসা করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মুদ্রা বিনিময় হার।
ফরেক্স ট্রেডিং (Forex trading) ব্যবসা করার জন্য আপনি যেকোনো দেশের মুদ্রা কিনে নিতে পারবেন। যেমন – Indian Rupees, USD, Euro, Pound, Yen ইত্যাদি।
উপরের ছবিতে দেখানো হয়েছে কিভাবে আপনি গুগলে সার্চ করে যেকোনো দেশের মুদ্রা কেনার জন্য কত টাকা খরচ করতে হবে।
উপরে ছবিতে দেখানো হয়েছে বাংলাদেশ থেকে $1 কেনার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে। এই ভাবে গুগলে সার্ করে আপনি প্রত্যেক দেশের মুদ্রার মান দেখে নিতে পারবেন।
আরো পড়ুন: ফরেক্স ট্রেডিং কিভাবে করে
আপনি যদি আমেরিকার ডলার কেনার পরে ডলারের এক্সচেঞ্জ রেট যদি কমে যায়, তাহলে আপনার লোকসান হবে। অন্য দিকে ডলারের এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধি পায়, তাহলে আপনার লাভ হবে। মানে আপনি লাভ, লোকসান দেখে মুদ্রা কেনা বেচা করতে পারবেন।
আমি কি ফরেক্স ট্রেডিং করতে পারবেন?
আপনি বর্তমান সময়ে অবশ্যই ফরেক্স ট্রেডিং করতে পারবেন। এই জন্য আপনার একটি কম্পিউটার বা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। বর্তমানে আপনি কোনো ঝামেলা ছাড়াই ইন্টারনেটের মাধ্যমে ট্রেডিং করতে পারবেন।
তবে, currency মার্কেটে ট্রেডিং করার জন্য আপনাকে একজন ফরেক্স ব্রোকারের সাথে একটি ট্রেডিং একাউন্টের প্রয়োজন হবে, যা আপনি সহজে করে নিতে পারবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ফরেক্স ট্রেডিং কি হালাল? তাহলে চলুন ফরেক্স ট্রেডিং কি হালাল এই প্রশ্নের উত্তর নিচে থেকে জেনে নিই।
ফরেক্স ট্রেডিং কি হালাল | forex trading is halal?
আপনি যদি ফরেক্স ট্রেডিং করার ইচ্ছে পোষণ করবেন। তখন আপনার মনে ২টি প্রশ্ন তৈরি হতে পারে। এই প্রশ্ন ২টি হলো –
- ফরেক্স ট্রেডিং কি হালাল
- ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ
আপনি যদি ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত হতে চান, তাহলে এই দুইটা বিষয়ে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ, ফরেক্স ট্রেডিং যদি বাংলাদেশে অবৈধ থাকে তাহলে এর থেকে দুরে থাকতে হবে। অপর দিকে ফরেক্স ট্রেডিং হালাল না হলে এই ব্যবসা করার সময় আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। তাই প্রথমে জানতে হবে ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম।
ফরেক্স ট্রেডিং আর্টিকেলটি যদি সম্পর্ন পড়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন ট্রেডিং থেকে বিনা পরিশ্রমে টাকা ইনকাম করতে পারবেন। যাকে এক কথায় সুদ বলে। সুদ বলার কারণ হলো সুদের মাধ্যমে টাকা থেকে টাকা বাড়িয়ে নেওয়া যায়। আর বিশ্বে সকল ধর্মে সুদকে হারাম বলা হয়েছে।
এজন্য বলা যায় ফরেক্স ট্রেডিং এর সাথে সুদের যোগসাজশ রয়েছে। যে কারনে এটা ধর্মীয় অনুভূতির বাহিরে চলে যাচ্ছে। তাই এটার থেকে দুরে সরে আসা ভালো।
ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ?
আপনি যদি জানতে চান ফরেক্স ট্রেডিং কি বাংলাদেশে বৈধ তাহলে বাংলাদেশের দেওয়া কিছু নিয়ম কানুন জানতে হবে। এই নিয়ম গুলো জানার পরে আপনি নিজে বুঝে যাবেন Forex Trading বাংলাদেশে বৈধ নাকি অবৈধ।
এই নিয়ম কানুন গুলো হলো –
Forex Trading শিখানোর জন্য আপনি যদি দেশে কোনো কোচিং বা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন তাহলে সেটা আইনের চোখে বেআইনি।
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে বেআইনি ভাবে অর্থ লেনদেন করতে পারবেন না।
ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য আপনি সেই সকল মাধ্যম গুলো ব্যবহার করে লেনদেন করতে পারবেন না যেগুলো দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন পেপাল একাউন্ট।
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আপনি কেবল সেই সব দেশ গুলো সাথে লেনদেন করতে পারবেন যে দেশ গুলোকে বাংলাদেশ অনুমতি দিয়েছে।
এবার হয়তো আপনি বুঝে গেছেন ফরেক্স ট্রেডিং বাংলাদেশে কি বৈধ নাকি অবৈধ।
শেষ কথা
আজকের আর্টিকেলের মুল বিষয় ছিলো ফরেক্স ট্রেডিং কি হালাল | কিন্ত এই বিষয়টা জানার জন্য আপনাদের বুঝানোর সুবিধাতে ফরেক্স ট্রেডিং এর আরো কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। আশাকরি, বিষয় গুলো আপনারা সহজে বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।
পোষ্টটি আমার খুব উপকারে আসলো
very good
ai besoya janata para valo laglo
এরকম আরো তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন
nice