ফরেক্স ট্রেডিং কিভাবে করে

ফরেক্স ট্রেডিং ইন্টারনেট থেকে টাকা ইনকামের জগতে একটি সুপরিচিত নাম। ফরেক্স ট্রেডিং শব্দটার সাথে আমরা অনেকেই কমবেশি পরিচিত। কেউ হয়তো শুনেছি ফরেক্স ট্রেডিং করে অনেক টাকা আয় করা যায়। কেউ কেউ হয়তো ভাবছেন শুরু করবেন ফরেক্স ট্রেডিং। কিন্তু ঠিক কোন উপায়ে বা কোন কোন ধাপ শিখে আস্তে আস্তে ট্রেডিংয়ে আগানো উচিৎ এই প্রশ্ন আমাদের অনেকেরই।
কেউ কেউ আবার অনেক প্রত্যাশা নিয়ে ফরেক্স শেখা শুরু করেন, কিন্তু কিছু দিন পর উপযুক্ত কোনো গাইড লাইন না পেয়ে, নানা রকম প্রশ্ন মাথায় নিয়ে চিন্তিত হয়ে ফিরে যান। হয়ে যান আশাহত। তবে আমাদের সকলের মধ্যেই কিন্তু একজন সফল ফরেক্স ট্রেডার হওয়ার ইচ্ছেটা থেকেই যায়।

আপনাদের কথা মাথায় রেখেই আজকের এই আটিকেলটিতে আমরা ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং থেকে আয় করার উপায় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক!

ফরেক্স ট্রেডিং কি? – What is Forex Trading?

ফরেক্স ট্রেডিং এর মানে হলো ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) যার মানে দাঁড়ায় বৈদেশিক মুদ্রার লেনদেন। সহজ ভাষায় বিদেশী মুদ্রার আদানপ্রদানকেই ফরেক্স ট্রেডিং হিসেবে গণ্য করা হয়। ফরেন এক্সচেঞ্জ FX ও ফরেক্স নামেও পরিচিত। ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাবে বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়। ফরেক্স মার্কেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যানসিয়াল মার্কেট।

কমার্স, ট্রেডিং বা ট্যুরিজমের মত জনপ্রিয় সেক্টরগুলোতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় পরিণত করার ব্যাপারটি দারুণভাবে যুক্ত আছে বলে ফরেন এক্সচেঞ্জ (Foreign exchange) বা ফরেক্স এতো জনপ্রিয়।

ফরেক্স ট্রেডিং কিভাবে করে

আমরা ইতোমধ্যেই হয়তো বুঝে গেছি যে ফরেক্স ট্রেডিং মানেই হলো কোনো দেশের মুদ্রা কিনে সেটিকে অন্য আরেক দেশের মুদ্রার বিনিময়ে বেঁচে দেওয়া। তবে আদতে এটিকে সহজ মনে হলেও ফরেক্স ট্রেডিং এতটা সহজ ব্যাপার নয়। ঠিকভাবে ফরেক্স ট্রেডিং শিখে এরপর বুঝে শুনে নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করতে হয়। প্রচুর ইনভেস্টর ফরেক্সের লাভের ব্যাপারে শুনে এখানে ইনভেস্ট করেন। কিন্তু ৯৫ শতাংশই এক্ষেত্রে খালি হাতে ফিরে যান। এর পেছনে মূল কারন হলো ফরেক্স সম্পর্কিত জ্ঞানের ঘাটতি।
ফরেক্সে ট্রেডিং করার জন্য বেশ কিছু এজেন্ট, কোম্পানি বা ব্রোকার রয়েছে। এই ব্রোকারদের সাহায্য নিয়েই আপনি ফরেক্সে টাকা ইনভেস্ট করা এবং মুদ্রা গুলোর লেনদেন করতে পারবেন। তাই ফরেক্স ট্রেডিং ভালভাবে শিখে তারপর কোনো ভাল ব্রোকারের সাহায্যে আপনি ফরেক্স ট্রেডার হতে পারবেন।
ফরেক্স মার্কেটে সব সময় বিভিন্ন দেশের মুদ্রার বর্তমান দামের আপডেট থাকে। মুদ্রা কেনা বা বেঁচার সময় ট্রেডারকে সেই মুদ্রার বর্তমান এক্সচেঞ্জ রেট দেখে সিদ্ধান্ত নিতে হয়। গ্লোবাল ফরেক্স মার্কেটে এমনভাবে প্রত্যেক দেশের মুদ্রার বর্তমান দাম আপডেট হতে থাকে। ফরেক্সে ভিন্ন কোনো দেশের মুদ্রা কেনার সময়ে আপনি নিজ দেশের মুদ্রাও ব্যবহার করতে পারবেন। ফলে কোনো দেশের মুদ্রার কম দামের সময় সেখানে ইনভেস্ট করে সেদেশের মুদ্রা কিনে রাখলে এবং বেশি দামের সময় সেই মুদ্রা বিক্রি করে দিয়ে ফরেক্স ট্রেডাররা আয় করে থাকে। এভাবেই এটি বিশ্বের সবচেয়ে বড় লেন দেনের বাজারে পরিণত হয়েছে।

ফরেক্স ট্রেডিং থেকে আয়

ফরেক্স ট্রেডিং কিভাবে করে সে সম্পর্কে হয়তো আপনি ইতোমধ্যেই জেনে গেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারেক্স ফরেক্স ট্রেডিং থেকে আয় করব কিভাবে। এখন সেই প্রশ্নের উত্তরটিই দেওয়ার চেষ্টা করব।
ফরেক্স ট্রেডিং থেকে আয় করতে চাইলে প্রথমত ভাল কোনো ব্রোকারের মাধ্যমে ফরেক্সে একাউন্ট ওপেন করতে হবে। ফরেক্সের কিছু ব্রোকারের নাম হলো – Hot Forex, Trading Point, Delta Stock AD, eToro, Fast Brokers, Tadawul FX,  Windsor Brokers ইত্যাদি। ফরেক্সে আয় করার ক্ষেত্রে ভালো ব্রোকার অনেক গুরুত্বপূর্ণ। কারণ ভালো ব্রোকার আপনাকে কম টাকায় একাউন্ট খুলতে সাহায্য করবে। আপনাকে তারা কম বিনিয়োগে ভাল ফরেক্স ট্রেডিং করার সুযোগ দিবে এবং খুব দ্রুত অনলাইন সাপোর্ট দিবে।

ফরেক্স ট্রেডিং থেকে আয় করার ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জে কারেন্সির উঠা নামার দিকে লক্ষ্য রেখে আপনাকে কম দামী কিন্তু সম্ভাবনায় কারেন্সি কিনতে হবে। এরপর সেই কারেন্সির দাম বেড়ে গেলে ভাল দামে বিক্রি করে দিতে হবে। আপনি যে ব্রোকারের সাহায্যে ফরেক্সে লেনদেন করবেন তাদের ওয়েবসাইট বা এপসের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণে এনালাইসিস পাবেন, সেগুলো বিশ্লেষণ করেই মূলত ইনভেস্ট করতে হবে। তাই ফরেক্স ট্রেডিং থেকে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে ফরেক্স ভালভাবে শিখে নিতে হবে।

মোবাইলে ফরেক্স ট্রেডিং

আমাদের অনেকেরই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার নেই। কিন্তু তা বলে তো ট্রেডিং থেমে থাকবেনা। মোবাইল ফোন দিয়েই আপনি অতি সহজেই ফরেক্স ট্রেডিং করতে পারবেন। তাছাড়া অনেক ফরেক্স ট্রেডার ল্যাপটপ দিয়ে করেন, কিন্তু জরুরী প্রয়োজনে মোবাইল ফোন থেকে ফরেক্স ট্রেডিং এনালাইসিস করতে হয়। তখন অনেকে লগ ইন করতে সমস্যায় পড়েন। এই সমস্যার সমাধান পেতে লেখাটির এই অংশে চোখ রাখতে হবে।

মোবাইল থেকে ফরেক্স ট্রেডিং করার জন্য প্রথমে আপনাদেরকে Meta trader 4 বা MT4 অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ইন্সটল করতে হবে।

তারপর ব্রোকারের কাছে থেকে আপনার ই-মেইলে পাওয়া MT4 অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে লগইন করতে হবে। মোবাইলে আনার একাউন্টে লগইন করা কিছুটা ভিন্ন। তাই অনেকে  লগইন করতে পাড়ে না। তাই যেভাবে দেখানো হয়েছে সেভাবেই লগইন করলে সফলভাবে লগ ইন করতে পারবেন।
সফটওয়্যারটিতে লগ ইন করার পর সেটিং ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর বামপাশের উপরের মেনুতে ক্লিক করার সাথে সাথেই ম্যানেজ একাউন্ট দেখতে পারবেন।  সেখানে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে।  সেখান থেকে আপনি Login to add existing account সিলেক্ট করবেন।  তারপর আপনাকে ইমেইল করে যে সার্ভারটি দেওয়া হয়েছিল সেটি লিখে সার্চ করবেন।  সেই সার্ভারটির পেয়ে গেলে সেখানে ক্লিক করে তারপর ID এবং পাসওয়ার্ড দিয়ে Login করে নিবেন।

এভাবেই আপনারা মোবাইল ব্যবহার করেই ট্রেডিং শুরু করতে পারবেন।  লগইন হয়ে যাবার পর অ্যাপসটির মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আশা করি সেগুলোতে একটু ঘোরাঘুরি করলেই মোবাইল থেকে ফরেক্স ট্রেডিং করতে আপনাদের কোনো সমস্যা হবেনা।

শেষ কথা

আপনি যদি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকলে আপনি ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স ট্রেডিং কিভাবে করে, ফরেক্স ট্রেডিং থেকে আয় এবং মোবাইলে ফরেক্স ট্রেডিং এই নিয়ে বিস্তারিত জেনে গেছেন। এছাড়াও আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
3 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Ridoy
    Ridoy December 13, 2022 at 2:41 AM

    Nice post

    • jorip
      jorip December 25, 2022 at 5:10 AM

      ধন্যবাদ

  • Faruk
    Faruk January 4, 2023 at 2:28 AM

    কিভাবে account খুলবো জানতে চাই

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url