লোগো ডিজাইন সফটওয়্যার

ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার | লোগো ডিজাইন আইডিয়া | Best Sites For Logo Design

আপনার কি ব্যবসার জন্য ফ্রী লোগো ডিজাইন সফটওয়্যার খুঁজছেন? তাহলে একদম সঠিক স্থানে এসেছেন। আমরা আপনাকে এমন কিছু সফটওয়্যার সাথে পরিচিত করিয়ে দিব যেখানে আপনারা একদম ফ্রিতে নিজেদের ব্যবসায়  ফ্রী লোগো ডিজাইন করতে পারবেন।
একটি ব্যবসার প্রতীক হচ্ছে তার লোগো। সময়ের সাথে সাথে মানুষ নিজেদের পরিবর্তন করছে। নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।  বর্তমানে এমন অনেক প্রেসার রয়েছে যেখানে সৃজনশীল কাজের ব্যবহার অধিক পরিমাণে। তাই মানুষ গতানুগতিক  পেশার দিকে না ছুটে সৃজনশীল পেশার দিকে ছুটছে।

তাই আমরা আপনাদের একটি সৃজনশীল পেশা লোগো ডিজাইন সম্পর্কে এবং লোগো ডিজাইন করার সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই ফ্রী লোগো ডিজাইন সফটওয়্যার গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক।

পোস্ট সূচিপত্র:

  • লোগো ডিজাইন কি?
  • কিভাবে লোগো ডিজাইন করা হয়?
  • ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার
  • Adobe Illustrator:
  • Adobe Photoshop:
  • Canva:
  • Wix logo maker:
  • CorelDRAW:
  • Inkscape:
  • Affinity Designer:
  • Hackful by Shopify:
  • উপসংহার:

লোগো ডিজাইন কি?

লোগো হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল প্রতীক বা চিহ্ন। লোগো যে কোন ব্যবসায় প্রতিষ্ঠান পরিচয় বহন করে। আর এই সকল লোগো বিভিন্ন ধরনের হতে পারে যেমনঃ-  বর্ন, প্রতীক, আকৃতি ইত্যাদির সমন্বয়।

লোগো ডিজাইন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে জনসাধারণের সামনে তুলে ধরার জন্য যে পরিচয় বহন করে লোগো তৈরি করা হয় তাকেই লোগো ডিজাইন বলে। আর যিনি লোগো ডিজাইন করে থাকেন তাকে লোগো ডিজাইনার বলা হয়। লোগো ডিজাইন হচ্ছে একটি জনপ্রিয় এবং সৃজনশীল পেশা। এই লোগো ডিজাইন মূলত গ্রাফিক ডিজাইন পেশার অন্তর্ভুক্ত একটি পেশা। 

কিভাবে লোগো ডিজাইন করা হয়?

লোগো ডিজাইন করার জন্য একটি সফটওয়্যার এর প্রয়োজন হয়। তবে লোগো ডিজাইন করার জন্য নির্দিষ্ট কিছু অবলম্বন করতে হয় প্রত্যেক লোগো ডিজাইনারদের। কারণ অ্যাপ গুলো সঠিকভাবে মূল্যায়ন করতে পারলে একজন লোগো ডিজাইনার এর Logo একদম সঠিক এবং অর্থবহ হয়ে থাকে।

লোগো ডিজাইন করার জন্য সবার আগে প্রয়োজন একটি ভালো মানের কম্পিউটার। আর সেই কম্পিউটারের লোগো ডিজাইন করার মূল বাহক হিসেবে একটি ভালো মানের সফটওয়্যার প্রয়োজন। আপনারা এ ধরনের Logo Design করার সফটওয়্যার গুলো অতি সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।

লোগো ডিজাইন করার জন্য ডিজাইনারের অবশ্যই কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখে লোগো ডিজাইন করতে হয়। যাতে একটি লোগোর মাধ্যমে সেই কোম্পানি বা ব্যবসায়ের মূল কথা ফুটে উঠে। তাই লোগো ডিজাইনারা মূল কথা মাথায় রেখে লোগো ড্রাফ্ট তৈরি করে থাকেন। তারপর সেই লোগোটিকে সফটওয়্যার এর মাধ্যমে ডিজাইন করে লোগো তৈরি করেন।

ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার

বর্তমানে গ্রাফিক ডিজাইনারদের জন্য লোগো ডিজাইন করা  খুব সহজ হয়ে এসেছে। কারণ তাদের জন্য ফ্রিতে লোগো ডিজাইন করার সফটওয়্যার গুগলে সহজে পাওয়া যায়। সকল সফটওয়্যার ডাউনলোড করে লোগো ডিজাইনার লোগো ডিজাইন করে টাকা ইনকাম করছে এবং নিজেরা স্বাবলম্বী হয়ে উঠছে।

নিচে সেরা ৮টি  ফ্রী লোগো ডিজাইন সফটওয়্যার উল্লেখ করা হলঃ-

Adobe Illustrator:

বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়  লোগো ডিজাইন করার জন্য ফ্রি সফটওয়্যার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যার এর নির্মাতা প্রতিষ্ঠান। এটি মূলত একটি ভেক্টর ডিজাইন করার সফটওয়্যার। আর তার জন্য এই সফটওয়ারের লোগো ডিজাইন করার জন্য একদম সঠিক একটি সফটওয়্যার। কারণ এটি একটি ভেক্টর গ্রাফিক্স এডিটর  এটিতে লোগো ডিজাইন করা অনেক সহজ হয়ে ওঠে।

তাছাড়া এই সফটওয়্যার এর লোগো ডিজাইন করলে সঠিক স্কেলের পরিমাপ ফুটে ওঠে এবং উন্নতমানের লোগো ডিজাইন করার যায়। প্রতিবছর এই সফটওয়্যারটি আপডেট হয়ে থাকে। তাই যারা প্রফেশনাল লোগো ডিজাইনার তাদের জন্য এই সফটওয়্যারটি একদম বেস্ট একটি সফটওয়্যার।

Adobe Photoshop:

এডোবি প্রতিষ্ঠান এডোবি ইলাস্ট্রেটর এর মত এডোবি ফটোশপ নামক একটি সফটওয়্যার তৈরি করেছেন। যে সফটওয়্যারে ইমেজ এডিটিং সহ প্রিন্ট ডিজাইন এর যাবতীয় সকল কাজ করা যায়। আর এটি একটি রাস্টার সফটওয়্যার।

এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার এর মত Adobe ফটোশপে লোগো ডিজাইন করা সম্ভব কিন্তু এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার তৈরি করার জন্য যে সকল সুবিধা ভোগ করা যায় সে সকল সুবিধা ভোগ করা যায় না। এডোবি ফটোশপের তুলনা এডোবি ইলাস্ট্রেটর লোগো ডিজাইন করা হয়। তাছাড়া উপস্থাপন করার জন্য এডোবি ফটোশপ এর প্রয়োজন হয়।

দক্ষ গ্রাফিক ডিজাইনাররা সবচেয়ে বেশি এই দুটি সফটওয়্যার ব্যবহার করে তাদের কাজ সম্পন্ন করে এবং লোগো তৈরি করে টাকা ইনকাম করে থাকে।

Canva:

লোগো ডিজাইন করার জন্য অন্যতম এবং অত্যন্ত শক্তিশালী একটি অ্যাপ্লিকেশন হচ্ছে কেন। যেকোনো ডিজাইনার এই ক্যানভার সাহায্যে খুব সহজে প্রফেশনাল ডিজাইনারদের মত করে লোগো ডিজাইন করতে পারবেন।

এই সফটওয়্যারটি আপনারা প্রফেশনাল ভাবে ব্যবহার করার জন্য প্রিমিয়াম ভার্সনটি ক্রয় করে ব্যবহার করতে পারেন। এতে করে আপনারা আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন।

সফটওয়্যারটিতে সকল ধরনের টুলস এবং সব ধরনের ইফেক্ট সূক্ষ্ম  এবং সহজ উপায়ে দেয়া রয়েছে যাতে করে যেকোনো ডিজাইনার ব্যবহার  করতে পারে।

Wix logo maker:

আপনি যদি আপনার ব্যবসায় প্রতিষ্ঠান নাম এবং স্লোগান তৈরি করে তার জন্য ডিজাইন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু আপনার নিজে লোগো ডিজাইন তৈরি করতে পারছেন না তাদের জন্য এই সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ এই সফটওয়্যারে আপনারা শুধু নিজেদের ব্যবসায়ের নাম ক্যাটাগরি এবং স্লোগান ঠিক করে নির্দেশ প্রদান করলে অটোমেটিক লোগো তৈরি করে দিবেন।

এই লোগো তৈরি করার জন্য আপনার  কোন অর্থ ব্যয় করতে হবে না এবং সেই সাথে কোনো পরিশ্রম করার প্রয়োজন নেই। কারণ সফটওয়্যারটিকে শুধুমাত্র নির্দেশ প্রদান করতে হয় পাখি কাজ সে নিজে নিজে করে আউটপুট প্রদান করে।

CorelDRAW:

আপনি যদি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হয়ে থাকেন তাহলে করেল্ড্র অ্যাপ্লিকেশনটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।

আপনাদের লোগো স্কেচিং এর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এ সফটওয়্যারটি ব্যবহার করে আপনারা নিজেদের মতো করে লোগো ডিজাইন করতে পারবেন এবং টুলস গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন।

Inkscape:

একটি ফ্রি এবং ওপেন সোর্স ভেক্টর ডিজাইন টুলস হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয়। লোগো ডিজাইন সহ গ্রাফিক্স এর ক্ষেত্রে ইঙ্কস্কেপ একটি অন্যতম সফটওয়্যার। এই সফটওয়্যারটি যে কোন অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। যেমনঃ- উইন্ডোজ, ম্যাক, লিনাক্স প্রভূতি।

যে সকল ডিজাইনাররা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন তাদের জন্য Inkscape একটি আদর্শ সফটওয়্যার এবং সফটওয়্যারটিতে সকল টুলস রয়েছে।

Affinity Designer:

ভিক্টর ডিজাইন করার একটি 266 বেশ জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যাফিনিটি ডিজাইনার। এ সফটওয়্যার সম্পর্কিত সকল ডিজাইন সহজ ডিজাইন করা যায়।

আপনারা লোগো ডিজাইন করতে চাইলে আপনার লোগোটিতে গ্রেডিয়েন্ট, ব্লেন্ড এবং অত্যাধুনিক সব ইফেক্ট দিতে পারবেন। প্রফেশনাল ডিজাইনারদের জন্য এটি একটি অন্যতম সেরা সফটওয়্যার।

Hackful by Shopify:

আপনারা যদি নিজেদের ব্যবসার জন্য চমকপ্রদ লোগো ডিজাইন করতে চান তাহলে এই সফটওয়্যার টি আপনাদের জন্য একদম সঠিক হবে। কারণে সফটওয়ারের মাধ্যমে আপনারা যদি লোগো ডিজাইন করেন তাহলে আপনার ডিজাইন করার লোগোটি অসাধারণ হবে।

এ সফটওয়্যারটি ব্যবহার করা অতি সহজ। তাছাড়া আপনারা নিজেদের ব্যবসার জন্য সুন্দর সুন্দর লেটার খুজে নিতে পারেন এই সফটওয়্যার থেকে।

উপসংহার:

আশা করি লোগো ডিজাইন সফটওয়্যার এই আর্টিকেলটি আপনারা যারা ফ্রিতে লোগো ডিজাইন করতে চান তাদের উপকারে আসবে। এছাড়াও আপনারা যদি এসকল ফ্রি সফটওয়্যার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এবং ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার লিংক পেতে চান তাহলে আমাদের নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url