স্মার্টফোনে আসক্ত মানুষকে নিয়ে বিরক্ত "মার্টিন কুপার"
মার্টিন কুপার। আধুনিক মোবাইল ফোনের আবিষ্কারক। তার আবিষ্কার যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছিল। তবে মোবাইল ফোনের জনক বলে খ্যাত মার্টিন কুপার এখন মানুষের ওপর তেমন একটা খুশি নন বরং মানুষের উপর বিরক্ত। কারণ, মানুষ বর্তমানে অতিমাত্রায় স্মার্টফোনে আসক্ত।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিন কুপার বলেছেন, ‘মন ভেঙে যায়, যখন দেখি কেউ মোবাইল ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছেন। কিছু মানুষ মারা না গেলে কারও বোধ আসবে না।’
তবে মার্টিন কুপার মানুষের এমন আচরণে বিরক্ত হলেও এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি। তার মতে, এমন একটা সময় আসবে যখন মানুষের রোগ-বালাই সারাতে ব্যবহার করা হবে মোবাইল ফোন। কুপার বলেন, ‘এই বিষয়ে আমরা আশা করতে পারি যে, সেলফোন শিক্ষায় বিপ্লব ঘটাবে এবং স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাবে।’
মোবাইল ফোনের জনক বলেন, ‘আমি জানি যে, এটি হয়তো অতিরঞ্জনের মতো শোনাচ্ছে। তবে আমি চাই আপনারা জানুন যে, এক বা দুই প্রজন্মের মধ্যে আমরা এর সাহায্যে রোগকে জয় করতে যাচ্ছি।’
এদিকে ভবিষ্যতের মোবাইল ফোন কেমন হতে পারে সে বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন কুপার। তার মতে, মোবাইল আর আয়তাকার বাক্স থাকবে না বরং আমাদের কানের চামড়ার নীচে বসানো থাকবে যোগাযোগের সেই যন্ত্র। হাতে আর ধরতে হবে না।
তবে আপনার মনে প্রশ্ন হতে পারে, কীভাবে চার্জ দেওয়া হবে আধুনিক সেই মোবাইল? সে উপায়ও বাতলে দিয়েছেনে কুপার। তার মতে, আমাদের শরীর থেকে চার্জ সংগ্রহ করবে সে। তার কথায়, ‘আপনার শরীরই হল চার্জার। আপনি যখন খাবার খান, আপনার শরীর এনার্জি তৈরি করে। সেই এনার্জিই হবে মোবাইলের শক্তির উৎস।’
কুপার আশ্বাস দিয়েছেন, এ ধরনের মোবাইল চার্জের জন্য শরীরের খুব বেশি শক্তি-ক্ষয় হবে না। সামান্য এনার্জিই নিজের জন্য সংগ্রহ করে নেবে আধুনিক মোবাইল।
জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url