টুইটারে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার উপায়
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় আছে টুইটার। ২০২২ সালে ইলন মাস্কের মালিকানায় আসার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। টুইটারের জন্য ইলন মাস্কের খরচ হয় ৪৪ বিলিয়ন ডলার। তারপর থেকেই উলটপালট অবস্থা লেগেই রয়েছে এই মাইক্রো ব্লগিং সাইটে।
বিভিন্ন সেলিব্রেটি, রাজনীতিবিদসহ সাধারণ মানুষও ব্যবহার করছেন টুইটার। নিরাপত্তার জন্য ফেসবুক, ইনস্টাগ্রামের মতো টুইটারেও ব্যবহার করতে পারেন টু-ফ্যাক্টর অথেনটিকেশন।
যে কোন অনলাইন অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যোগ করে। অ্যাকাউন্ট পাসওয়ার্ডের উপর পৃথক সুরক্ষা স্তর হিসাবে কাজ করে টু-ফ্যাক্টর অথেনটিকেশনন পদ্ধতি। টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
টু-স্টেপ অথেনটিকেশন চালু করার পরে অ্যাকাউন্ট Login করতে পাসওয়ার্ড দেওয়ার পরে আবার একটা ভেরিফিকেশন কোড অথবা ফিঙ্গারপ্রিন্টের মতো বায়োমেট্রিক অথেনটিকেশন হতে পারে। ফলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক টুইটারে কীভাবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করবেন-
- টু-স্টেপ অথেনটিকেশনের জন্য থার্ট পার্টি App ব্যবহার করতে হবে। কারণ টুইটারে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের নিজস্ব ফিচার নেই।
- কম্পিউটার বা ল্যাপটপ থেকে টুইটারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনার অ্যাকাউন্ট খুলন।
- তারপর সেটিংস বিভাগে যান।
- সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস অপশনে গিয়ে সিকিউরিটিজ অপশন সিলেক্ট করুন।
- তারপর আপনি টু-ফ্যাক্টর অথেনটিকেশন অপশন বেছে নিতে পারবেন।
- টেক্সট SMS অপশনটি বন্ধ আছে কি না দেখে নিন।
- তারপর অথেনটিকেশন অ্যাপ অন করে দিন।
- অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর টুইটার ওয়েবসাইটে প্রদর্শিত QR কোডটি স্ক্যান করুন।
- তারপর অ্যাকাউন্টে ৬ সংখ্যার কোডটি দিন।
সূত্র: গ্যাজেট ৩৬০
জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url