ব্লগস্পট বা ব্লগার প্লাটফর্মে যেভাবে সঠিক এসইও সেটিংস চালু করবেন?
বর্তমান সময়ে, যারা ব্লগস্পট বা ব্লগার প্ল্যাটফর্মে একটি ওয়েবসাইট তৈরি করেছেন । তাদের জন্য একটি সুখবর । আর সেটি হল ব্লগার ব্লগগুলোতে, ভালো কিছু এসইও বিকল্প যুক্ত হয়েছে । এটি অনেকটাই লাভজনক হবে ব্লগারদের জন্য ।
বিশেষ করে, আমরা যখন ব্লগিং বিষয় নিয়ে আলোচনা করি । তখন ব্লগারের বিপরীতে ওয়ার্ড প্রেস কে বেশি গুরুত্ব দিয়ে থাকি ।
তবে এখন ব্লগারের নতুন এসইও ফিচার যুক্ত করে, google এসইও এর এই পার্থক্য অনেকটাই ফিক্সড করে দিয়েছেন । যদিও বিষয়টা এমন নয় যে, আপনাকে ব্লগিংয়ের জন্য ব্লগারকেই সারাক্ষণ ধরে রাখতে হবে । এরপরেও এই পরিবর্তন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ।
বর্তমানে যারা ব্লগিং এর জন্য ব্লগার প্লাটফর্ম নিয়ে কাজ করছেন । বিশেষ করে, যারা নতুন ভাবে ব্লগার সিএমএস দিয়ে কি ওয়েবসাইট তৈরি করেছেন । তাদের মধ্যে অনেকেই ব্লগার প্ল্যাটফর্ম কিভাবে সঠিক এসইও করতে হয় । সে বিষয়ে জানে না । আপনার ব্লগার প্ল্যাটফর্ম যদি সঠিক এসইও না থাকে । তাহলে সেটি গুগলের কাছে গুরুত্বপূর্ণ হয় না ।
তাই ব্লগার নিয়ে কাজ করলে, আপনাকে অবশ্যই নিখুঁতভাবে এসইও সম্পন্ন করতে হবে । তাহলে চলুন জেনে নেয়া যাক । ব্লগস্পট বা ব্লগার প্ল্যাটফর্মে যেভাবে সঠিক SEO সেটিং চালু করবেন সে বিষয়ে বিস্তারিত ।
ব্লগস্পট বা ব্লগার Advance SEO কিভাবে সেট করবেন?
আপনি যদি ব্লগার এ সারা জীবনের জন্য অ্যাডভান্স এসইও সেট করতে চান? সে ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ব্লগার ড্যাশবোর্ড প্রবেশ করতে হবে ।
তারপর সেখানে – “ Under settings ” “ Search preference ” এর মাধ্যমে আপনার ব্লগার টিমের মাধ্যমে নতুন সংযুক্ত সকল প্রকার এসইও অপশন গুলো পেয়ে যাবেন ।
তারপর আপনাকে ধাপে ধাপের সকল সেটিংস সম্পন্ন করতে হবে । কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, এসইও এর জন্য কোন প্রকার সেটিং ভুল হলে আপনার ব্লগ সম্পূর্ণভাবে “ ডি ইন্ডেক্সিং ” হয়ে যেতে পারে ।
তো ব্লগার প্ল্যাটফর্মে এসইও এর বৈশিষ্ট্য নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু বিষয়ে জানিয়ে দিচ্ছি । যেমন-
- ডেসক্রিপশন মেটা ট্যাগস ।
- কাস্টম 404 error পেজ মেসেজ ।
- কাস্টম রিডাইরেক্ট ।
- কাস্টম রোবটসর্ট হেডার ট্যাগস ।
- No follow বা open link in new tap.
আপনি যদি নিখুঁতভাবে ব্লগার প্ল্যাটফর্ম টি অ্যাডভান্স এসইও করতে চান? তাহলে উপরে দেয়া বিষয়গুলো সঠিকভাবে সম্পন্ন করতে হবে । তো চলুন এ বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যায় ।
ডেসক্রিপশন মেটা ট্যাগস
ডেসক্রিপশন মেটা ট্যাগস অপশনে মূলত আপনি যে, বিষয় নিয়ে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করেছেন । তার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে ।
বিশেষ করে আপনার ওয়েবসাইটটি কি ধরনের, কি সম্পর্কিত এরকম বর্ণনা করতে হবে । আপনার ওয়েবসাইট সম্পর্কে ট্রাফিক এবং google সার্চ ইঞ্জিন কে জানানোর জন্য, ১৫০ অক্ষরের মধ্যে আপনার সাইটের বিষয়ে ব্যাখ্যা যুক্ত করতে হবে । যার ফলে, ভিজিটরদের আপনার ওয়েবসাইটে গুগলে খুঁজে পেতে সুবিধা হবে ।
এসইও এর দিক থেকে বলা যায়- ব্লগার মেটা ট্যাগস ডেসক্রিপশন এ আপনাদের ওয়েবাসইট এর মেইন কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন ।
বিশেষ করে আপনি যদি google এ jorip24 com লিখে সার্চ করেন, তাহলে jorip24.com ওয়েবসাইট সম্পর্কে যে সকল তথ্য গুগলে দেখতে পারবেন সেগুলোই মূলত ডিসক্রিপশন ।
ওয়েবসাইটের বিষয়ে ডেসক্রিপশন লেখার সময় নজর রাখতে হবে যাতে ১৫০ অক্ষরের বেশি না হয় । কারণ ১৫০ অক্ষরের বেশি হলে গুগল সেটি এলাও করবে না । আপনি ওয়েবসাইট সম্পর্কে যে ডেসক্রিপশন টি লিখবেন সেটি ভিজিটরদের জন্য প্রদর্শন করবে গুগলের পক্ষ থেকে ।
কাস্টম 404 Error পেইজ মেসেজ
404 পেজ হচ্ছে ভুল ভাবে টাইপ করা একই পেজ বা একটি পেজ যেখানে ভিজিটর তার টাইপ করা পেজটি খুঁজে পায় না । উক্ত 404 মেসেজটি আপনাকে এইচটিএমএল মেসেজ তৈরি করতে বলবে ।
যা আপনি আপনার ব্লগার 404 পেজ এ প্রদর্শন করতে পারবেন । মানে সেই পেজটিতে কোন তথ্যই থাকবে না শুধুমাত্র 404 থাকবে ।
বিশেষ করে, যখন কেউ এরর পেজগুলোতে প্রবেশ করবে, তখন আপনারা সেই লিংকটি কপি করে নিয়ে 404 Error অপশেনে যুক্ত করলে, আপনার ইরর পেজটি হোমপেজে রিডাইরেক্ট করে নিতে পারবেন । যার ফলে ভিজিটর বুঝবে এই লিংকে কোন প্রকার তথ্য নেই ।
কাস্টম রিডাইরেক্ট
কাস্টম রিডাইরেক্ট হচ্ছে যখন কোন থার্ড পার্টি ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের সাথে লিংকিং করতে চাই । যার কোন অস্তিত্ব নেই । কিংবা আপনি যদি একটি পেজ রিমুভ করেন ।
আপনারা গুগল ওয়েব মাস্টার টোল ব্যবহার করে, সকল প্রকার 404 পেজ দেখতে পারবেন । এবং কাস্টম রিডারেশন করতে পারবেন ।
এই প্রসেসটির যেহেতু দীর্ঘ প্রসেস । তবে কোন কোন ক্ষেত্রে এটি খুব বেশি সহায়ক হয় । বিশেষ করে মিসিং ট্রাফিক চিহ্নিত করা এবং সেই ট্রাফিক গুলোকে সঠিক ট্রাফিকে কনভার্ট করা ।
কাস্টম রোবটস হেডার ট্যাগস
কাস্টম রোবটস হেডার ট্যাগস এ গুলোকে মূলত মেটা ট্যাগ বলা হয় । যা একটি পেজ স্পেসিফিক অ্যাপ্রোচ কিংবা অভিগম অনুসরণ করে । সার্চ ইঞ্জিন কে নিরেদ্শ প্রদান করে, কিভাবে প্রতিটি পেজ ভিজিট করবে এবং ইনডেক্স করবে ।
নোফলো বা open link in new tap
এই অপশনটিতে মূলত নিউ টেবে এক্সটার্নাল লিঙ্ক ওপেন করা হয় । ব্লগ পোস্ট এডিট থেকে যখন কোন লিংক আপনি ওয়েবসাইটে যুক্ত করবেন । তখন দুটি নতুন অপশন চলে আসবে । যেমন-
- Add the Nofollow trait.
- Open the new tab.
আগের সময়গুলোতে আমরা ব্লগ আরে এইচটিএমএল ব্যবহার করে নোফলো যুক্ত করতাম । তবে এ নতুন একটি ক্লিক লিংক সংযুক্তি আপনার কাজকে আরও সহজ করেছে ।
নোফলো লিংক এনটিবিউট ব্যবহার করবেন শুধুমাত্র তখন । যখন আপনাকে অপ্রাসঙ্গিক ডোমেইন ব্যবহার করতে হবে । এমন পেজ ব্যবহার করতে হবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না ।
robots.txt.
ব্লগার প্ল্যাটফর্মে এসইও সেটাপ এর একটি অংশ হল-robots.txt. এটি ব্যবহার করতে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে । তার কারণ এখানে একটি ভুল সেটিংস এর জন্য আপনার ওয়েবসাইটের একটি বড় ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে ডি ইনডেক্সিং হয়ে যেতে পারে আপনার সাইট ।
আপনাদের ওয়েবসাইটের এমন কিছু অংশ রয়েছে । যেগুলো আপনি চান না যে google ভিজিট করুক কিংবা ইনডেক্স হোক ।
আপনাদের সেই কাজটা সহজেই করে দিবে । এটি সার্চ ইঞ্জিনকে নির্দেশ প্রদান করে । আপনার ওয়েবসাইটের কোন অংশ ইনডেক্স বা প্রসেস করবে না বা করবে ।
নিচের অংশে robots.txt এর উদাহরণ দেওয়া হল । যেমন-
- User-agent: *
- Disallow
- Sitemap: https//www.jorip24.com/sitemap.xml
শেষ কথাঃ
তো বন্ধুরা আলোচনার শেষে, বলতে চাই আপনি যদি ব্লগিং সেক্টরে কাজ করতে চান? তাহলে ব্লগস্পট বা ব্লগার প্লাটফর্ম এর জন্য উক্ত এসইও গুলো সঠিকভাবে করতে হবে ।
আপনি যদি ব্লগার প্লাটফর্ম পরিপূর্ণভাবে এসইও করতে পারেন । তাহলে ব্লগে লেখা গুলো দ্রুত ইনডেক্স হবে এবং র্যাংকিং হবে । যা আপনার অনলাইনে টাকা ইনকাম করার বিষয়টি সহজ হয়ে যাবে । আর ব্লগিং সম্পর্কে নতুন নতুন আর্টিকেল পেতে চাইলে, আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।
জরিপ টোয়েন্টিফোর ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url