ওয়েব সিরিজ ডাউনলোড করার সেরা ৭টি ওয়েবসাইটঃ ফ্রি ডাউনলোড
নিজের পছন্দের ওয়েব সিরিজটি ডাউনলোড করে অফলাইনে কোনো ইন্টারনেট ছাড়া দেখতে অনেকেই পছন্দ করে থাকেন । ওয়েব সিরিজ বা সিনেমা ডাউনলোড করে দেখার ক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন নেই, তাই বাফারিং এবং বিজ্ঞাপন দেখার ঝামেলা অবশই থাকেনা ।
তাই, আজকের এই আর্টিকেলের মধ্যে ৭টি সেরা ওয়েব সিরিজ ডাউনলোড সাইট গুলোর বিষয়ে বলবো যেগুলোর থেকে সম্পূর্ণ ফ্রীতে নিজের পছন্দের সিরিজ গুলো ডাউনলোড করে নিজের মোবাইল বা যেকোনো ডিভাইসের মধ্যে দেখতে পারবেন ।
Note: এই নির্দেশিকা শুধুমাত্র personal fair use পর্যন্ত সীমাবদ্ধ । কপিরাইট ধারকের সম্মতি ছাড়া কপিরাইটযুক্ত সামগ্রী ডাউনলোড করা বেআইনি । jorip24.com কোনোভাবেই কপিরাইট লঙ্ঘন অনুমোদন করে না । এক্ষেত্রে, ব্যবহারকারীরা তাদের নিজস্ব আচরণের জন্য সম্পূর্ণরূপে দায়ী ।
সেরা ৭টি ওয়েব সিরিজ ডাউনলোড সাইট
ওয়েব সিরিজ আসলে এমন কিছু scripted বা non-scripted ভিডিও (episodic video program) যেগুলোকে ক্রমানুযায়ী বা ধারাবাহিকভাবে পার্ট- পার্ট হিসেবে অনলাইনে ছাড়া হয় । এই ভিডিও প্রোগ্রাম, গুলিকে মূলত প্রথাগত টেলিভিশন সম্প্রচার নেটওয়ার্কের পরিবর্তে ইন্টারনেটে প্রকাশিত করা হয় । ওয়েব সিরিজ গুলোকে মূলত একটি বা একাধিক online streaming platform গুলোতে ছাড়া হয় ।
আর বেশির ভাগ streaming platform গুলো ইউজারদের থেকে একটি মাসিক subscription নিয়ে এই ধরণের একাধিক ওয়েব সিরিজ গুলো অনলাইনে দেখার অনুমতি বা সুবিধা দিয়ে থাকে । তবে, অনেকেই আবার ইন্টারনেট এবং অনলাইনের ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকে পছন্দের ওয়েব সিরিজটি ডাউনলোড করে সেটিকে নিজের মোবাইল বা ল্যাপটপে দেখতে ইচ্ছুক থাকেন ।
যদি আপনিও এমনই একজন ব্যক্তি যে নাকি web series download করে offline- এ দেখতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার কাজে অবশই লাগবে । তাই, নিচে সরাসরি দেখে নিন, best web series download websites গুলোর নাম ।
১. Telegram,
২. YouTube,
৩. MKVKing,
৪. KatMovieHD,
৫. MegaShare,
৬. Afilmywap,
৭. FilmyZilla,
তাহল চলুন, নিচে প্রত্যেকটি সাইটের বিষয়ে জেনে নিই ।
১. Telegram
হ্যা, টেলিগ্রাম ব্যবহার করেও আপারা নতুন নতুন ওয়েব সিরিজ এবং ওয়েব সিরিজ সিনেমা গুলো সরাসরি ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবেন । তবে এর জন্য আপনাকে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে সেখানে নিজের একটি একাউন্ট বানিয়ে নিতে হবে ।
টেলিগ্রাম, সম্পূর্ণ ভাবে ফ্রি একটি জনপ্রিয় social media platform যেটা আমাদের chat, call, এবং file sharing- এর মতো সুবিধা গুলো দিয়ে থাকে । তবে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইত্যাদি অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোর মতো এখানে ফাইল শেয়ার করার ক্ষেত্রে কোনো সাইজ লিমিট সেট করা নেই ।
আর তাই, এখানে এমন প্রচুর ইউজার আছে যারা নিয়মিত নানান movies এবং online web series গুলো শেয়ার করে থাকেন । আপনি এখানে নানান বাংলা, হিন্দি এবং ইংরেজি ওয়েব সিরিজ গুলি পেয়ে যাবেন যেগুলোকে সরাসরি একটি ক্লিক করেই ডাউনলোড করা যাবে ।
টেলিগ্রামের মধ্যে আপনারা এমন প্রচুর pages গুলো পাবেন যেগুলোতে বর্তমানে উপলব্ধ প্রায় প্রত্যেক web series গুলো পাওয়া যাবে । টেলিগ্রাম থেকে ডাউনলোড করা আপনার web series, সরাসরি আপনারা মোবাইলের internal storehouse- এর মধ্যে সেভ হয়ে যায় ।
২. YouTube
ইউটিউব হলো একটি অনেক জনপ্রিয় online video platform যেখানে আপনি web series সহ প্রায় যেকোনো ধরণের ভিডিও কনটেন্ট গুলো খুঁজে পাবেন । এদের মধ্যে কিছু কিছু কনটেন্ট সম্পূর্ণ ফ্রীতে দেখা যাবে যদিও এমনও কিছু কনটেন্ট থাকে যেগুলো দেখার জন্য টাকা দিতে হতে পারে ।
ইউটিউব- এর মধ্যে আপনারা একটি ডাউনলোড বাটন অবশই পাবেন । এই ডাউনলোড বাটন ব্যবহার করে ইউটিউবের যেকোনো ভিডিও ডাউনলোড ও সেভ করে রাখতে পারবেন । এতে, এই ডাউনলোড করা ওয়েব সিরিজ গুলি যেকোনো সময় ইন্টারনেট ছাড়া অফলাইনে নিজের YouTube App- এর মধ্যে দেখতে পারবেন । ইউটিউবের মধ্যে যেকোনো ভিডিও ডাউনলোড করার জন্য সরাসরি ভিডিওর নিচে দেখানো “ Download ” অপশনে ক্লিক করতে হয় ।
৩. MKVKing
MKVKing, একটি অনেক জনপ্রিয় ওয়েব সিরিজ ডাউনলোড সাইট যেখান থেকে ওয়েব সিরিজ ছাড়াও নানান নতুন নতুন মুভি এবং এনিমেটেড মুভি গুলো সরাসরি দেখতে ও ডাউনলোড করতে পারবেন ।
হ্যা, আপনি চাইলে এই ওয়েবসাইটে ডাউনলোড ছাড়া সরাসরি মুভি এবং সিরিজ গুলি দেখতেও পারবেন । ওয়েবসাইটে ভিসিট করার পর আপনাকে নানান নতুন নতুন ও পপুলার মুভি এবং সিরিজ গুলো দেখানো হবে । আপনি চাইলে search box- এর মধ্যে লিখে নিজের পছন্দের মুভি বা সিরিজটি সার্চ ও করতে পারবেন । সিরিজ বা মুভির থাম্বনেইল এর মধ্যে ক্লিক করার পর, পরের পেজে নিজে নিজেই ভিডিওটি প্লে হয়ে যাবে ।
তবে যদি আপনি সেটিকে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিও প্লেয়ারের একেবারে নিচের দিকেই একটি ডাউনলোড লিংক দেখতে পাবেন । ডাউনলোড- এর মধ্যে ক্লিক করার পর নানান video quality ও resolution সহ একের অধিক ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হবে ।
৪. KatMovieHD
যখন কথা হচ্ছে সেরা ওয়েব সিরিজ ডাউনলোড সাইট গুলো নিয়ে, তখন KatMovieHD ওয়েবসাইটের বিষয়ে অবশই বলতে হবে । এখানে, Action, Family, Adventure, Comedy, Documentary, Dual Audio, ইত্যাদি নানান ক্যাটাগরি সহ প্রচুর মুভি ও ওয়েব সিরিজ গুলো পাবেন যেগুলোকে খুব সহজেই ডাউনলোড করা সম্ভব ।
আরো পড়ুন: মোবাইলে MP3 গান ডাউনলোড করার অ্যাপস
এছাড়া, এখানে নানান Hindi web series, TV Series [Dubbed], Complete Seasons, এগুলোও পাবেন । এই ওয়েবসাইট থেকে সিরিজ বা মুভি গুলোকে আপনারা Mp4 480p, HD 720p, এবং HD 1080p কোয়ালিটি সহ ডাউনলোড করার অপসন পাবেন ।
৫. MegaShare
যদি আপনি Hollywood and English movies এবং ওয়েব সিরিজ গুলো ডাউনলোড করার একটি ভালো ওয়েবসাইট খুঁজছেন, সেক্ষেত্রে এই MegaShare সাইটটি অবশই ব্যবহার করে দেখতে পারেন । এখানে আপনারা, মুভিজ, সিরিজ, টিভি শো, অ্যানিমেশন, ইত্যাদি সবটাই পাবেন ।
এখানেও একটি ফ্রি ভিডিও প্লেয়ার রয়েছে, আর তাই পছন্দের মুভি বা সিরিজে ক্লিক করলেই সেটি পরের পেজে নিজে নিজেই প্লে হয়ে যাবে । এখানে সত্যি প্রচুর ভালো ভালো Hollywood movies-এর collection আপনারা পেয়ে যাবেন ।
৬. Afilmywap সিরিজ এবং মুভি ডাউনলোড
এটা এমন একটি ওয়েবসাইট যেখানে Blue Ray HD Resolution সহ নিজের পছন্দের ভিডিও কনটেন্ট গুলো ডাউনলোড করা যাবে । বেশিরভাগ নতুন নতুন মুভি এবং ওয়েব সিরিজ গুলো এখানে অনেক তাড়াতাড়ি চলে আসে ।
পছন্দের সিরিজটি খুঁজে বা সার্চ দিয়ে ক্লিক করার পর, পরের পেজেই আলাদা আলাদা HD resolution সহ ডাউনলোড লিংক আপনারা দেখতে পাবেন । সরাসরি সেই ডাউনলোড লিংকে ক্লিক করে ভিডিওটি নিজের মোবাইল বা যেকোনো ডিভাইসের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন ।
৭. FilmyZilla
FilmyZilla, একটি অনেক জনপ্রিয় ওয়েবসাইট যেখানে প্রায় প্রত্যেক নতুন নতুন মুভি এবং সিরিজ গুলো আপনারা পাবেন । Hollywood dubbed movies থেকে শুরু করে TV shows, web series, ইত্যাদি সবটাই আপনারা এখানে পাবেন ।
এছাড়া, এই ওয়েবসাইটে একটি সার্চ বক্স অবশই রয়েছে যেখানে নিজের পছন্দের সিনেমা বা সিরিজ এর নাম লিখে সার্চ দিতে পারবেন । এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রক্রিয়া অনেকটাই সোজা ।
আরো পড়ুন: বিকাশ অ্যাপ ডাউনলোড অফার
পছন্দের মুভি বা সিরিজ এর মধ্যে ক্লিক করার পর, পরের পেজেই ভিডিওটি ডাউনলোড করার লিংক দেখতে পারবেন । মুভি, ভিডিও, সিরিজ গুলিকে সরাসরি নিজের মোবাইলের ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন ।
তাহলে বন্ধুরা, যদি আপনারা নতুন ওয়েব সিরিজ সিনেমা বা ওয়েব সিরিজ গুলো নিজের মোবাইলে ডাউনলোড করে অফলাইনে দেখতে চাইছেন, তাহলে উপরে বলে দেওয়া ওয়েবসাইট গুলো ব্যবহার করে দেখতে পারেন ।
এই পোস্টটি সুন্দর হয়েছে।ধন্যবাদ